করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ১১ দিনের পর আর কাউকে সংক্রমিত করতে পারে না: গবেষণা

সর্নিকা দত্ত

করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন ত্রস্ত। ইতিমধ্যেই গোটা বিশ্বে লক্ষাধিক মানুষের প্রাণ নিয়েছে এই মরন ভাইরাস। বিশ্বজুড়ে এর সংক্রমণ থেকে বাঁচতে প্রতিষেধকের খোঁজ চলছে। একই সঙ্গে চলছে এই ভাইরাসের জিনগত গঠন এবং আচরণ নিয়ে বিভিন্ন গবেষণা।

এমনই এক গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা বিশ্ববাসীর জন্য যথেষ্ট আশার খবর হতে পারে। সম্প্রতি সিঙ্গাপুরের এক গবেষণায় উঠে এসেছে, কোভিড-১৯ রােগীরা করােনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম দশজন সংক্রমণ ছড়াতে পারেন।

তবে গবেষণায় দেখা গেছে আক্রান্ত হওয়ার পর ১১ দিন পার হলেই আর কারও শরীরে ভাইরাস সংক্রমণ ঘটে না । সিঙ্গাপুরের একদল গবেষকের গবেষণায় পাওয়া গেছে চমকপ্রদ ও আশাব্যঞ্জক এ তথ্য।

রাজ্যের অনুরোধ উপেক্ষা করেই মহারাষ্ট্র থেকে রাজ্যে আসছে ৪১টি শ্রমিক স্পেশাল ট্রেন

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে , সংক্রমিত হওয়ার ১১ দিন পর করােনা টেস্টে পজিটিভ আসলেও আক্রান্তরা অন্য কারও শরীরে ভাইরাস ছড়ায় না বলে জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেস ও অ্যাকাডেমি অব মেডিসিনের একদল গবেষক ৭৩ জন করােনা রােগীকে পরীক্ষা করেন। প্রাণঘাতী ভাইরাসটি একজন থেকে আরেকজনের শরীরে কখন ছড়ায় সেটি পর্যবেক্ষণ করেন তারা।

গবেষকরা দেখতে পান , কেউ করােনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই দিনের মাথায় সবচেয়ে বেশি সংক্রামক হয়ে ওঠেন। এরপর সাত থেকে ১০ দিন পর্যন্ত তারা ওই অবস্থায় ঝুঁকিপূর্ণ থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহ শেষেই সক্রিয় ভাইরাস বৃদ্ধির হার দ্রুত কমে যেতে দেখা গেছে এবং দ্বিতীয় সপ্তাহের পর কর্মক্ষম ভাইরাস আর পাওয়া যায়নি।

সিঙ্গাপুরের ওই গবেষকদের মতে, সংক্রমণের ১১ দিন পর করােনাভাইরাস আর কারও দেহে বিস্তার লাভ করতে পারে না।

সম্পর্কিত পোস্ট