খুলছে পিয়ারলেস হাসপাতাল, তৈরি অত্যাধুনিক করোনা ওয়ার্ড
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে পিয়ারলেস হাসপাতালে জরুরী পরিষেবাসহ একাধিক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। ফের ওই সব পরিষেবা চালু করছে এই হাসপাতাল৷ এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
পিয়ারলেস হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা৷ হাসপাতালে তৈরি হয়েছে করোনা ওয়ার্ড। থাকছে ৩০টি শয্যা এবং ৮টি আইসিইউ।
৪০ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের ছাদে বিশেষ চিমনি লাগানো হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা করে তৈরি হয়েছে ডায়ালিসিস ইউনিট।
করোনা কাঁটায় শহর ছাড়ছে নার্সরা , সঙ্কটে স্বাস্থ্য পরিষেবা
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের স্যানিটাইজেশনের কাজ শেষ হয়েছে৷ তাই ১৮মে, সোমবার থেকে হাসপাতাল সব পরিষেবা নিয়ে হাজির হচ্ছে৷ কোয়ারেন্টাইন থেকে বেশিরভাগই হাসপাতালে আবার কাজে যোগ দিয়েছেন৷ ফলে হাসপাতাল আগের মতোই রোগী পরিষেবা দিতে পারবে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে রোগী ভর্তি বন্ধ হয়ে গিয়েছিল পিয়ারলেস হাসপাতালে৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পিয়ারলেসের জরুরি বিভাগও৷
হাসপাতালের কেমোথেরাপি বিভাগসহ অন্যান্য বিভাগেও রোগী ভর্তি বন্ধ ছিল৷ বন্ধ করে দেওয়া হয়েছিল আউটডোর৷ তবে চালু ছিল বিশেষ কিছু পরিষেবা৷
পিয়ারলেস হাসপাতালে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী ভরতি ছিলেন। কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। তারপর প্রায় ৮০ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে চলে যেতে হয়৷