এখনও ৯০ মিনিট খেলতে পারি, চিকিৎসাধীন পেলের বার্তা
দ্য কোয়ারি ডেস্ক: ICU চিকিৎসাধীন পেলে। ভালো নেই ফুটবলের রাজা। গত মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছিলেন। ফের তিনি হাসপাতালে গেলেন। তাঁর অসুস্থতায় বিশ্ব উদ্বেগে।তিন দিনও পার হলো না। আবারও হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ব্রাজিলিয়ান কিংবদন্তির শ্বাসকষ্ট প্রবল।
ইএসপিএন ব্রাজিলের খবর, পেলের অবস্থা স্থিতিশীল। ৮০ বছর বয়সী পেলেকে আগস্টের শেষ দিক থেকে হাসপাতালেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী রসিকতা করে লিখেছিলেন ‘এখনও ৯০ মিনিটের সঙ্গে অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।
পেলের মেয়ে কেলি ন্যাসিমেন্টো জানিয়েছেন, সুস্থ হয়ে উঠছেন তাঁর বাবা। ইন্সটাগ্রামে পেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেলি লেখেন, “তিনি সুস্থ হয়ে উঠছেন। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন। এই বয়সে সুস্থ হতে যেটুকু সময় লাগে সেটাই লাগছে তাঁর ক্ষেত্রেও। গতকাল তিনি ক্লান্ত ছিলেন একধাপ পিছিয়ে গেলেও আজ তিনি দুই ধাপ এগিয়ে গিয়েছেন। আমি জানাতে চাই তিনি সুস্থ হয়ে উঠছেন।”