শুরুতেই মুলতুবি অধিবেশন; আগামীকাল করোনা নিয়ে আলোচনায় রাজি সরকার: মোদী
দ্য কোয়ারি ডেস্ক: আশঙ্কা সত্যি করে বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয়ে উঠল লোকসভা। বিরোধীদের বিক্ষোভের জেরে ২টো পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন।
জ্বালানির লাগামছাড়া দাম, করোনার তৃতীয় ঢেউ, ভ্যাকসিনের ঘাটতি, কৃষি আইন বাতিল-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার পরিকল্পনা আগেই ছিল বিরোধীদের।
সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য পেশ করার সময় তীব্র চিৎকার শুরু করেন বিরোধী সাংসদরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করা শুরু করতেই হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, আপনারা সংসদের সম্মানহানি করছেন। এই প্রসঙ্গে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণও করেন।
উল্লেখ্য, রণকৌশল স্থির করতে অধিবেশনের আগে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেছিলেন ইউপিএ জোটের শরিকরা।
প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও। এক্ষেত্রে আগেই অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র। এবার সেটাই বিল আকারে আনতে চায় মোদি সরকার।
সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, ‘৪০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগামীকাল সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’