আফ্রিকার বাইরেও মাঙ্কিপক্সে মরছে মানুষ, বাড়ছে ভয়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্মলপক্সের সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। কিন্তু এর আগে একটা বড় সময়জুড়ে সারা বিশ্বে তাণ্ডব চালিয়েছিল গুটি বসন্ত। তবে আশির দশকের মাঝামাঝি থেকে ধীরে ধীরে প্রকোপ কমে গুটি বসন্তের। কারণ টিকা।
কিন্তু সম্প্রতি যে মাঙ্কিপক্সকে কেন্দ্র করে আবার আতঙ্ক ছড়িয়েছে তা এই গুটি বসন্ত গোত্রের। এতদিন মাঙ্কিপক্সে লোকজন আক্রান্ত হলেও আফ্রিকার বাইরেও বিশেষ কেউ মারা যায়নি। কিন্তু এবার আতঙ্ক বাড়িয়ে ব্রাজিল ও স্পেনে মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা ঘটল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু গত সপ্তাহেই মাঙ্কিপক্সকে নিয়ে জরুরি অবস্থা জারি করেছে। জানিয়েছে করোনার মতো এই ভাইরাসকে ঘিরেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন ইউরোপে এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।
রামমন্দির তৈরি, উগ্র জাতীয়তাবাদের ঢেউ বইয়ে দেওয়াই কী সরকারের কাজ?
হু হু করে আক্রান্ত হচ্ছে মানুষ। গত একমাসে সংক্রমণ তিনগুণ বেড়ে গিয়েছে। কিন্তু এতদিন কেউ মারা যায়নি। এবার স্পেনে এক মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যু হল। সে দেশে আরও ৫০০ রোগী হাসপাতালে ভর্তি।
ব্রাজিলেও এক মাঙ্কিপক্স আক্রান্তের মৃত্যু হয়েছে। ব্রাজিল থেকে লাতিন আমেরিকার অন্যান্য দেশেও মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল মাঙ্কিপক্সের এখনও কোনও টিকা নেই। গুটিবসন্তের সেই পুরনো টিকাতেই ভরসা রাখছেন অনেকে। যদিও একই গোত্রের হলেও মাঙ্কিপক্স আরও ভয়াবহ বলে জানিয়েছেন চিকিৎসকরা।