শাহিনবাগের পর CAA এর প্রতিবাদে অবরুদ্ধ জাফরাবাদ

কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। আধাসেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিক্ষোভ আন্দোলনের ফলে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাতে রয়েছে জাতীয় পতাকা। মুখে আজাদি স্লোগান।প্রায় ২০০-র বেশী মহিলা সিএএ-র প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। শাহিনবাগ নয়, এবারের ঘটনাস্থল জাফরাবাদ।

রবিবার সকালে পরিস্থিতি জটিল আকার ধারন করায় বন্ধ করে দেওয়া হয় দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন।

কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। আধাসেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিক্ষোভ আন্দোলনের ফলে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর ও যমুনা বিহার সংযোগকারী ৬৬ নম্বর রাস্তা।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লির শাহিনবাগ। শনিবার মধ্যরাত থেকে সেই তালিকায় নাম লেখালো জাফরাবাদ। রাত থেকেই প্রতিবাদীদের বোঝানোর চেষ্টা করে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কিন্ত কোনো লাভ হয়নি। আন্দোলনরত মহিলাদের দাবি সিএএ ও এনআরসি থেকে তাদের মুক্তি দিতে হবে।

আরও পড়ুনঃ ৬৯ দিন পর খুলল শাহিনবাগের রাস্তা

রবিবার সকালে সিনিয়র পুলিশ আধিকারিক বেদপ্রকাশ সূর্য জানাচ্ছেন, রাস্তা খোলার ব্যাপারে পুলিশকর্মীরা আলোচনা করছেন প্রতিবাদীদের সঙ্গে। তিনি বলেন, ‘‘আমরা প্রতিবাদীদের সঙ্গে কথা বলে যাচ্ছি। এভাবে ওঁরা কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রাখতে পারেন না। আমরা আধাসেনা বাহিনীকেও ডেকেছি।”

সিএএ-এনআরসির প্রতিবাদে প্রায় ৭০ দিন ধরে শাহিনবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহিলারা। এই আন্দোলন নিয়ে একটি মামলায় কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট বলে প্রতিবাদ করা মৌলিক অধিকার, কিন্তু রাস্তা আটকে প্রতিবাদ করা যায় না। বিচারপতিরা বলেছিলেন, ‘‘সবাই যদি এ ভাবে রাস্তায় বসে পড়েন তা হলে সাধারণ মানুষ কোথায় যাবেন।’’

প্রসঙ্গত, ৭০ দিন ধরে চলা অবরোধের পর শনিবার খুলে দেওয়া হয় শাহিনবাগের একটি রাস্তা। এর ফলে অন্তত জামিয়া থেকে নয়ডা যাওয়ার নয় নম্বর রাস্তা খুলে গেল। ওই রাস্তায় গাড়ি চলাচলও শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট