সময় পেরিয়ে গেলেও অনেকেই নেয়নি করোনা টিকার দ্বিতীয় ডোজ, বিশেষ সমীক্ষা শুরু রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময় পেরিয়ে যাওয়ার পরেও যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি তাদের খোঁজে বিশেষ সমীক্ষা শুরু করছে রাজ্য সরকার।তাঁদের সন্ধান করে টিকা করণ দ্রুত সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের মধ্যে রাজ্যবাসীকে কোভিড ভ্যাকসিনের অন্তত একটি করে ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে টিকাকরণে গতি আনতে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ ও শয্যাশায়ীদের টিকার ডোজ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

কোথাও টিকা সরবরাহে ঘাটতির কারণে টিকাদানের গতি ব্যাহত হচ্ছে কিনা সে সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর সম্প্রতি রাজ্যে করোনা টিকা করণ কর্মসূচির সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে তিনি বলেন, টিকার প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নেওয়ার অনীহা দেখা যাচ্ছে ।

একদিনে ১১ হাজারের বেশি পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

সময় পেরিয়ে গেলেও তাঁরা দ্বিতীয় ডোজ নিচ্ছেন না।বাড়ি বাড়ি গিয়ে এরকম ব্যক্তিদের খোঁজ করে তালিকা তৈরির জন্য তিনি জেলা প্রশসনকে নির্দেশ দেন। দ্রুত এদের টিকাকরণের কাজ শেষ করতে একটি পরিকল্পনা তৈরি করা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে টিকার প্রথম ডোজ নেওয়ার পরে সময় পেরিয়ে গেলেও দ্বিতীয় ডোজ নেননি এমন কোভ্যাক্সিন টিকা প্রপকের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার, ১৩ লাখের বেশি মানুষ নির্ধারিত সময়ে কোভিশিল্ডের টিকা নেননি।

জানা গিয়েছে মোবাইল, আধার নম্বর সংক্রান্ত নথিতে গোলমালের দরুন অনেকের টিকার দ্বিতীয় ডোজ পেতে অসুবিধা হচ্ছে। অনেকে দ্বিতীয় ডোজ নিলেও তার নাম সরকারি পোর্টালে ওঠেনি। এজন্যই বাড়ি বাড়ি গয়ে সমীক্ষা করার উদ্যোগ। রাজ্যে এখনও পর্যন্ত ৬ কোটি মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।

সম্পর্কিত পোস্ট