লকডাউন কোথায়, কী ! দেগঙ্গার বেড়াচাঁপা চৌমাথা টাকি রোড বদলে দিয়েছে সেই সংজ্ঞা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত তিন দিনে দেগঙ্গা ব্লকের ১২ টি করোনা পজিটিভ ধরা পড়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ।
গত তিন মাস লকডাউনে প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছিল তাতে অনেকটাই সামলে গিয়েছিল পরিস্থিতি। কিন্তু পরিযায়ী শ্রমিকরা দেগঙ্গাতে ফেরার পরই ১২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
প্রশাসনিকভাবে মাইকিং করার পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে দেগঙ্গা ব্লক। ঘোষণা করা হয়েছে রেড জন বলে। তা সত্ত্বেও আজ সকালে দেগঙ্গার বেড়াচাঁপা চৌমাথা টাকি রোডের উপরে হাজার হাজার পথচলতি মানুষ বাইক আরোহী এবং ট্রাক গাড়ির চাপে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড।
অবাক করা ঘটনা , ঘটনাস্থলে পুলিশের দেখা নেই। সেনা জওয়ানরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতি দেখে তারা গাড়ি থেকে নেমে রাস্তা ক্লিয়ার করতে থাকে। স্থানীয় ঔষধের দোকানদাররা ক্ষোভ উগরে দেন।
পয়লা জুন থেকে রাজ্যে খুলে যাচ্ছে মন্দির মসজিদ ও গুরু দুয়ার দরজা
এই হাজার হাজার মানুষ মুখে মাস্ক ছাড়া বাইক নিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে । যেখানে ইতিমধ্যেই ১২ টি করোনা পজিটিভ ধরা পড়েছে সেখানে এই পরিস্থিতি তৈরি হলে করোনা ভাইরাস দ্রুতগতিতে গোটা দেগঙ্গা ব্লক গ্রাস করে ফেলবে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। বেড়াচাঁপা চৌমাথা টাকি রোড ৪০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার চারদিকে হাজার হাজার মানুষ বাইক চারচাকা ও ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকে। অ্যাম্বুলেন্স ও দাঁড়িয়ে থাকে যাওয়ার রাস্তা খুঁজে পাইনা।
এই পরিস্থিতিতে সেনা জওয়ানদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। অবশেষে ৪০ মিনিট পরে দেগঙ্গা থানার পুলিশ এসে এই রাস্তা জ্যাম ক্লিয়ার করে।