পেট্রোল-ডিজেলে শুল্ক ছাড় অব্যাহত নবান্নের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর  লিটার পিছু এক টাকা করে শুল্ক ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাস এই ছাড় কার্যকর থাকবে বলে অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম প্রতি লিটার একশ টাকা অতিক্রম করেছে। কলকাতাতেও লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯ টাকা এক পয়সা। এমত অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ছাড় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

লাগাতার দাম বাড়তে থাকায় বিধানসভা ভোটের আগে গত ফেব্রুয়ারি মাস থেকে পেট্রোল-ডিজেলের বিক্রয় করে লিটার পিছু এক টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো নির্দেশিকা জারি করা হয় নবান্নের তরফে। তারপরে ভোটের মরসুমে তেলের দাম কিছুটা নামলেও ছাড় প্রত্যাহার করা হয়নি।

তবে অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। তাই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে আরো তিন মাস ওই ছাড় বজায় রাখার কথা জানানো হলো বলে অর্থ দফতর সূত্রে খবর। নতুন এই ছাড় ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

বিধান পরিষদ নিয়ে বিরোধীতা বিজেপির, পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত

কিন্তু পেট্রোল-ডিজেলের দাম যেভাবে ক্রমাগত নতুন নতুন রেকর্ড তৈরি করছে সেখানে লিটার পিছু মাত্র এক টাকা করে ছাড় দিয়ে কি লাভ তা নিয়ে জন মানসে সঙ্গতভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে। বিরোধীরা বলছেন রাজ্য সরকার ডিজেল এবং পেট্রোল এর ওপর যথাক্রমে ১৭ শতাংশ এবং ২৫ শতাংশ বিক্রয় কর আদায় করে। এর পরিমাণ অন্তত ৫ শতাংশ কমালেও দুই জ্বালানির দামি অনেকটা নিচে নেমে আসা সম্ভব।

অন্যদিকে নবান্নের পাল্টা দাবি কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ৩১.৮০ পয়সা শুল্ক আদায় করে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমলেও এই শুল্কের পরিমান এক পয়সাও কমায়নি মোদি সরকার। উল্টে দাম বাড়িয়ে তেল কোম্পানিগুলিকে মুনাফা লোটার পথ খুলে দিয়েছে। আর নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

সম্পর্কিত পোস্ট