৯০ -র ঘরে পেট্রোল, মাথায় হাত মধ্যবিত্তের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উর্দ্ধমুখী পেট্রোল ডিজেলের দাম। মধ্যবিত্তের মাথায় হাত। রবিবারের সকালে ফের কলকাতায় লিটার পেট্রোলের দাম বাড়লো ২৮ পয়সা। আজ কলকাতায় পেট্রোলের দাম ৯০.০১ টাকা। বেড়েছে ডিজেলের দাম ৩২ পয়সা। কলকাতায় আজ ডিজেলের দাম ৮২.৬৫ টাকা।
ভারতে টানা ছয় দিন ধরেই ক্রমাগত বাড়ছে তেলের দাম। চলতি বছরের জানুয়ারি থেকেই জ্বালানি তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাই ভারতেও ক্রমাগত জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।
বিজেপি-তৃণমূলকে পরাস্ত করতে জোটে থাকছে আব্বাসও- স্পষ্ট করলেন মহম্মদ সেলিম
তথ্য অনুয়ায়ী বিজেপি সরকারের আমলে পেট্রোলের শুল্ক বেড়েছে প্রায় ২৫০% । ডিজেল ৮০০ % ।
একইসঙ্গে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে।
রবিবারের সকালে মুম্বাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫.২১ টাকা। ডিজেলের দাম- ৮৬.০৪ টাকা।
দিল্লিতে পেট্রোলের দাম ৮৮.৭৪ টাকা। ডিজেলের দাম ৭৯ টাকা।
চেন্নাইতেও পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯০-র কোটা। ডিজেলের দাম- ৮৪.১৬ টাকা।
প্রসঙ্গত চলতি অর্থবছরের বাজেটে রাজকোষের ঘাটতি কমাতে ডিজেলে লিটার প্রতি ৪টাকা এবং পেট্রোলে ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে।
সেস বাড়লেও দাম এই মুহূর্তে বাড়বে না বলেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, জনসাধারণের উপর অতিরিক্ত চাপ যাতে না বাড়ে সেদিকে সরকার খেয়াল রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন যেভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম তাতে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। সেস বসানোর ফলে যেকোনো দিন জ্বালানি তেলের দাম ছোঁবে ১০০ টাকা।