Petrol – Diesel Prices hike : মহার্ঘ্য জ্বালানি, সেঞ্চুরি ডিজেলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় দুদিন বাদে বাদেই পেট্রোল-ডিজেলের দাম বেড়ে ( Petrol – Diesel Prices hike ) ওঠায় মানুষের জীবন ওষ্ঠাগত। সোমবারও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি ( Petrol – Diesel Prices hike ) অব্যাহত রইল। এই নিয়ে গত দুই সপ্তাহে প্রায় ১২ বার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।
পেট্রোলের দাম লিটার প্রতি ৪২ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৪০ পয়সা বেড়েছে। সোমবার থেকে কলকাতায় পেট্রোল পাওয়া যাবে লিটার প্রতি ১১৩ টাকা ৪৫ পয়সায়। যারা এখনও পর্যন্ত পেট্রোল বৃদ্ধির নিরিখে সর্বোচ্চ।
Petrol – Diesel Prices hike
এদিকে ডিজেলের দাম বেড়েছে ৪০ পয়সা থেকে ৯৮. ২২ পয়সায়। গত দুই সপ্তাহে মোট পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে ৮.৭৮ টাকা ও ৮.৪৩ টাকা। যদিও স্থানীয় করের উপর ভিত্তি করে এক একটি রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম একেকরকম তবুও প্রায় সব রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে।
গত ২২ শে মার্চ থেকে পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের ৬ই অক্টোবর শেষবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। ৪ই নভেম্বরের থেকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পায়নি। কারণ তারপর থেকেই ছিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সহ আরও আরও পাঁচটি রাজ্যের নির্বাচন।
Jhalda Murder Update : ভাসুর নয়, চক্রান্ত করেছেন IC, SP-র মত উড়িয়ে দাবি তপন কান্দুর স্ত্রীর
তবে ভোটাভুটি মিটে যাওয়ার পরেও মধ্যবিত্তরা দৈনন্দিন সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাওয়া নিয়ে নাজেহাল পরিস্থিতিতে রয়েছে। রাজ্য সরকার, কেন্দ্র সবাই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনায় বসছে এমনকি বিরোধীপক্ষ রা পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছে। তবে সাধারণ মানুষের কথা কেউ শুনছে না।