করোনা উপসর্গ দেখা দেওয়ায় এনআরএসে ভর্তি এক চিকিৎসক পড়ুয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শহর কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক। শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজের এক পড়ুয়ার দেহে উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত পড়ুয়া কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই হোস্টেলের মধ্যে প্রচন্ড জ্বরে ভুগছিলেন পিজিটি ছাত্রী। পড়ুয়াকে বেলেঘাটার আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর দেহে করোনার উপসর্গ মেলে। এই মুহুর্তে এনআরএসের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ওই পড়ুয়া চিকিৎসক।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কঃ সচেতনতা কর্মসূচি নারায়ণগড়ে
শুধুমাত্র ওই পড়ুয়া নয়, তাঁর সঙ্গে থাকা রুমমেটকেও এনআরএসের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার আইসোলেশন ওয়ার্ডে দেখা করতে যান হাসপাতাল সুপার এবনবগ একাধিক চিকিৎসক। জানা গিয়েছে, এখনও অবধি আক্রান্ত পড়ুয়ার দেহে উচ্চ মাত্রায় জ্বর রয়েছে।
কিছুদিন আগেই কেরল থেকে কলকাতায় ফেরেন ওই চিকিৎসক পড়ুয়া। তারপর থেকেই প্রচন্ড জ্বরে ভুগছিলেন তিনি। ২ পড়ুয়ার দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আর আহমেদ ডেন্টাল কলেজের অন্যান্য ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।