মোদির জন্মদিনে বিজয়নের ট্যুইটেই শেষ সিপিএমের লম্ফঝম্ফ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। সেই উপলক্ষে মধ্যপ্রদেশে গিয়ে ৮ টি চিতাও জঙ্গলে ছাড়েন। তবে তার আগে থেকেই শুভেচ্ছার ঢেউ শুরু হয়ে যায়। রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা, সমাজকর্মী, আমজনতা কেউ‌ই নমোকে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ও সোশ্যিল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই স্ক্রিনশট নিয়ে আসরে নামে বামেরা ‌।

মূলত সিপিএম কর্মী সমর্থকরা ফেসবুক, ট্যুইটারে ওই স্ক্রিনশট তুলে ধরে বিজেপি-তৃণমূল সেটিং নিয়ে ফের একবার সরব হয়। বিশ্বকর্মা পুজোর দিন সকালে সামাজিক মাধ্যমে রীতিমতো রাজনৈতিক চাপান‌উতোরের আসর বসে যায়। কিন্তু এর ঘন্টা খানেকের মধ্যেই হঠাৎই তর্ক ছেড়ে শান্ত হয়ে যায় বাম শিবির।

ডেঙ্গি মোকাবিলায় জরুরি নির্দেশ রাজ্যের, আতঙ্কের মধ্যেই স্বস্তি দ্রুত আসছে ভ্যাকসিন

কারণ, দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীর মতোই নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যিনি সিপিএমের সর্বোচ্চ নীতি নির্ধারক পলিট ব্যুরোর প্রভাবশালী সদস্য। এই শুভেচ্ছা স্ক্রিনশট তুলে ধরে পাল্টা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে তৃণমূল।

রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বামেদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা জানানো যদি সেটিং হয় তবে বিজয়নের শুভেচ্ছা জানানো কে কী বলা হবে? যথারীতি এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি সিপিএম কর্মী সমর্থকরা।

সম্পর্কিত পোস্ট