করোনার দ্বিতীয় সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা কেরল সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কেরল সরকার৷ বৃহস্পতিবার টুইট করে একথা ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ৮ মে শনিবার সকাল ৬ টা থেকে ১৬ মে অবধি চলবে লকডাউন।
সারা দেশে ইতিমধ্যেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার করেছে৷ দৈনিক আক্রান্তের পরিসংখ্যানে মহারাষ্ট্র এবং কর্ণাটকের পরেই রয়েছে কেরলের স্থান। কোভিড পরিস্থিতির রাশ টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
The entire State of Kerala will be under lockdown from 6am on 8 May to 16 May. This is in the background of a strong 2nd wave of #COVID19.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 6, 2021
লাগামছাড়া সংক্রমণের জেরে রাজ্যজুড়ে বেড়েছে অক্সিজেনের চাহিদা। করোনা নিয়ে বৈঠকে বসেছেন প্রশাসন, বিশেষজ্ঞ এবং মুখ্যমন্ত্রী দফতরের আধিকারিকরা। অক্সিজেনের সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
শুধুমাত্র কেরল নয়, করোনার রাশ টানতে লকডাউনের ঘোষণা করেছে মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, ছত্তিসগড়, ওড়িশা এবং বিহারের সরকার। এবার সেই পথে হাঁটল কেরলও৷