Purulia Charra Airport : পুরুলিয়ার ছররায় বিমানচালকদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার পুরুলিয়ার ছররায় ( Purulia Charra Airport ) বিমানচালকদের প্রশিক্ষণ কেন্দ্র ( pilot training center ) গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। চলতি সপ্তাহে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ‘ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট’ (Flying training Institution) তৈরির রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বেহালার (Behala) পর্ণশ্রীতে রাজ্যের একমাত্র পাইলট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তবে সেখানে দীর্ঘদিন পাইলটদের প্রশিক্ষণ বন্ধ রয়েছে। সেকারণেই পুরুলিয়ার ছররায় এই নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অত্যাধুনিক পাইলট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন, তা সেখানে গড়ে তোলা হবে।

CBI র‍্যাডারে বীরভূমের পুলিশ সুপার , তদন্তে পুলিশের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ

Purulia Charra Airport

প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন, তা সেখানে গড়ে তোলা হবে।
প্রশাসনিক সূত্রে খবর, পুরুলিয়া শহর থেকে ৯ কিলোমিটার দূরে ছররা এলাকায় নতুন একটি বিমানবন্দর গড়ে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এ জন্য রঘুনাথপুরের কাছে ৬০০ একর জমিও চিহ্নিত করা হয়েছে৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি একটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ রয়েছে ওই ছররা এলাকায়৷ আটের দশকেই ছররার এয়ারস্ট্রিপ ও তার সংলগ্ন ওই বিপুল জমি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার৷ এবার সেই জমি ব্যবহার করে এ বার পুরোদস্তুর বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা ওই পরিকল্পনারই একটি অঙ্গ।

সম্পর্কিত পোস্ট