করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে বহুজনের। স্বজনহারা হয়েছেন বহু পরিবার। তাঁদের কথা মনে করতেই আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। কাঁপা গলায় শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি৷

বললেন, করোনাভাইরাস অনেক প্রিয়জনকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। আমি প্রিয়জন হারানো পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। বলতে গিয়েই গলা ধরে গেল প্রধানমন্ত্রীর। সেই ভিডিও প্রকাশ্যে এনেছে বিজেপি৷

শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সমস্ত প্রথম সারীর করোনা যোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সেইসঙ্গে কোভিডে স্বজনহারাদের পাশে বার্তা দিতে গিয়েই আবেগপ্রবন হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

দেশে প্রতিদিন বেড়ে চলেছে করোনায় মৃত্যু সংখ্যা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৫১ জন। মৃত্যু হয়েছে ৪,২০৯ জনের।
দেশের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করতে পিছপা হননি কংগ্রেস নেতারা৷

তবুও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কোভিড নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভ্যাকসিনের অপচয় যাতে না হয় সেদিকেও কড়া নজরদারির কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট