PM message : বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে – ৫০% ভোট চাই , সাফ বার্তা প্রধানমন্ত্রীর
বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে
The Quiry : PM message ২০১৯ সালের থেকেও বড় জয় নিশ্চিত করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে , দলীয় বৈঠকে কর্মীদের সাফ বার্তা প্রধানমন্ত্রী মোদীর। কেমন ভাবে বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে ? সেই উপায় বলে দিয়েছেন নমো। এদিন প্রায় ৪ ঘণ্টার ম্যারাথন বৈঠকে দেড় ঘণ্টা নিজেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আধুনিক যুগে সকলেই মোবাইলে আসক্ত। প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে হবে। যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইন্সটাগ্রামে রিল ব্যবহার করতে হবে। তাই প্রচারের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, আম জনতার মাঝে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির যথাযথ প্রচার করতে হবে। মহিলাদের জন্য সরকারের কাজ , কৃষকদের আর্থিক উন্নয়ন , যুব সমাজের কর্মসংস্থান সহ দারিদ্র দূরীকরণে সরকারের পদক্ষেপ।
PM message : বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে – ৫০% ভোট চাই , সাফ বার্তা প্রধানমন্ত্রীর
আরও খবর- Railway : রেল ষ্টেশনে বিপদে পড়েছেন ? আপনাকে বাঁচাবে প্যানিক বাটন!
প্রসঙ্গত , ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৩০৩ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট শতাংশ ছিল ৩৭.৩ শতাংশ। জাতপাতের রাজনীতিকে দূরে সরিয়ে দারিদ্র্যকে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করতে হবে। বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা দিয়ে উন্নয়নের প্রচারের অভিমুখ থেকে সরলে চলবে না – স্পষ্ট বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।