আচমকা তৎপরতা ! স্ত্রী’র খোঁজ নিতে সরাসরি মুকুল রায়কে ফোন প্রধানমন্ত্রীর,
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার দক্ষিণ ২৪ পরগনা সফর সেরে সোজা হাসপাতালে চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা, রায় সেই খোঁজ নিতেই গিয়েছিলেন তিনি। সেখানে কথা হয় মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় রাজনীতির অন্দরে।
ওই দিন রাতেই হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে রাজনৈতিক মহলে জল্পনা উঠতে শুরু করে মুকুল-শুভ্রাংশুর ক্ষোভের আগুনে জল ঢালতে দিলীপ ঘোষকে কান্ডারী বানিয়েছে বঙ্গ বিজেপি।
বৃহস্পতিবার সকালে হতেই সেই ক্ষোভের আগুনে জল ঢালতে আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর বৃহস্পতিবার সকাল ১০ টায় সরাসরি মুকুল রায়কে ফোন করেছিলেন তিনি। খোঁজ নেন কেমন আছেন তার স্ত্রী কৃষ্ণা রায়।
উভয়ের মধ্যে মিনিট দুয়েকের কথাবার্তা হয় বলে জানা যাচ্ছে। অনেকেই মনে করছেন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন আসার পর নিজের রাজনৈতিক চিন্তা ভাবনায় রং বদলের কোনো সিদ্ধান্ত মুকুল রায় নেবেন না।
উল্লেখ্য দিন কয়েক আগেই শুভ্রাংশু ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রকাশ্যেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারি ছাড়া আর কোনো বঙ্গবিজেপির নেতা অসুস্থ মায়ের খোঁজ নেননি। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা না করে বিজেপিকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাতেই অনেকেই ভেবেছিলেন হয়তো দলবদল করতে চলেছেন মুকুল শুভ্রাংশু।
বিষয় যে তেমনটা নয় পরে সে কথা তারা জানালেও উভয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর বঙ্গ বিজেপির কার্যকলাপে খুশি নন গঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়।
মিটবে টিকার ঘাটতি, শীঘ্রই বাজারে আসছে ‘মেড-ইন-ইন্ডিয়া’ ভ্যাকসিন
তৃণমূল যে বরাবরই সৌজন্যের বার্তা রাখে এ নতুন করে বলার কিছু নয়। একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন মুকুল রায়। সেই মুকুলের স্ত্রী অসুস্থ হওয়ায় রাজনীতির উর্ধ্বে মানবিকতার নজির গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ কৃষ্ণা রায়ের খোঁজ নিতে পাঠিয়েছিলেন তিনি সে কথা স্পষ্ট।
বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মুকুল রায়ের তুলনা করে তাকে নম্বর বেশি দিয়েছিলেন খোদ নেত্রী। তখন থেকেই জল্পনার জল গড়াতে শুরু করে। যদিও এ বিষয়ে মুকুল শুভ্রাংশু উভয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে আপাতত তারা কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।
গত তিন সপ্তাহ ধরে করোনা আক্রান্ত তিনি। দুই সপ্তাহ ধরে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানাচ্ছেন তার শারীরিক অবস্থার জটিল। একমো সাপোর্টে রয়েছেন তিনি। আপাতত কৃষ্ণা রায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন মুকুল – শুভ্রাংশুর অনুগামীরা।