করোনা ভ্যাক্সিন বন্টন নিয়ে বৈঠকে মোদি-মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতি এবং ভ্যাক্সিন নিয়ে আরও এক দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।

নবান্ন সূত্রের খবর, ২৩, ২৪ এবং ২৫ নভেম্বর বাঁকুড়ায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক গনবন্টনের কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কারণে তাঁর বেশ কিছু কর্মসূচী বদল হতে পারে।

করোনা ভ্যাক্সিন বন্টনের প্রকিয়া কিভাবে শুরু হবে? তা আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছিলেন বিরোধী দলের নেতারা। ২০২১ এর এপিল মাসেই ভ্যাক্সিন বন্টনের প্রক্রিয়া শুরু হবে, জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। জুন জুলাইয়ের মধ্যে তা ২৫ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

যে সমস্ত রাজ্যে করোনার প্রকোপ বেশী সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি। এমনটাই সূত্রের খবর। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলির করোনা পরিস্থিতির পাশাপাশি করোনা প্রতিষেধক তৈরি এবং বন্টন সহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে।

ইতিমধ্যেই করোনার প্রতিষেধক তৈরি এবং তার বন্টনের প্রক্রিয়ার তদারকির জন্য কমিটি গঠন করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক সহ এই বৈঠকে উপস্থিত থাকবেন নীতি আয়োগের অফিসাররা।

শুক্রবার এই বিষয়ে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিন তৈরির কাজ কতটা হয়েছে, কিভাবে তা অনুমোদন পাবে এবং কিভাবে তা মানুষের মধ্যে বণ্টন করা হবে? এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একথা নিজেই টুইট করে জানান তিনি।

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষের বেশী। দিল্লিতে ফের প্রভাব বিস্তার করছে করোনা। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাই যে সমস্ত রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেশী, তাঁদেরকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট