কোভিড নিয়ে জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনার প্রভাব। এই অবস্থায় জরুরীকালীন উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১১ টা থেকে শুরু হয়েছে বৈঠক। দেশের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন প্রদান নিয়ে আলোচনা চলছে এদিনের বৈঠকে৷
গত তিন সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গন্ডি পার করে চলেছে। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ পার করেছে।
শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা কম হলেও আশঙ্কা কাটছে না সহজে। একইসঙ্গে দেশজুড়ে অক্সিজেন এবং প্রয়োজনীয় সামগ্রীর চাহিদাও বাড়ছে দিনের পর দিন। বিশেষজ্ঞদের মতে একমাত্র করোনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারে ভ্যাকসিনের টিকা। কিন্তু করোনা পরিস্থিতিতে টিকা ঘাটতি দেখা দিয়েছে একাধিক রাজ্যে।
করোনা বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষের নেতারা। শুক্রবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত একশো বছর পর মহামারি আবারও ব্যাপক আঘাত এনেছে। আমাদের সামনে এখন অদৃশ্য শত্রু এসে উপস্থিত হয়েছে। করোনার কারণে দেশের সাধারণ মানুষ যা হারিয়েছেন তা আমি বুঝতে পারি।
তিনি আরও বলেন, দেশে ১৮ কোটির অধিক মানুষ এখনও অবধি ভ্যাকসিন নিয়েছে। আপনি এখনও অবধি না নিয়ে থাকলে গিয়ে নিয়ে নিন। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয় চলতি বছরের শেষে দেশে প্রায় ২০০ কোটি ভ্যাকসিন তৈরি হবে।
চলতি সপ্তাহেই দেশের ১২ টি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোভিড মোকাবিলা করার জন্য চিঠি দেন। তারপরে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণনবলে মনে করা হচ্ছে।