করোনা নিয়ে জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী, বাতিল বঙ্গ সফর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পার করেছে। এই অবস্থায় শুক্রবার জরুরী বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাতিল করেছেন বঙ্গ সফর।

শুক্রবার শহীদ মিনার ময়দানে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাতিল করা হয়েছে চারটি সভা।

মালদহ, বহরমপুর, সিউড়ি এবং কলকাতার শহীদ মিনারে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। চারটি সভা থেকেই বাকি প্রার্থীদের জন্য প্রচার সারার কথা ছিল তাঁর। বৃহস্পতিবার বাংলা সফরসুচী পরিবর্তনের কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু পরবর্তীকালে ভার্চুয়াল বৈঠক করবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রথমবারের চেয়েও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ব্যাপক গতিতে ছড়াচ্ছে। একাধিক জায়গায় অক্সিজেনের অভাব, ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। লকডাউনের পথে হেঁটেছে একাধিক রাজ্য। এই অবস্থায় জরুরী বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী।

এমনিতেই করোনার পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর জনসভায় ৫০০ জনের অধিক ব্যক্তিকে সভাস্থলে প্রবেশ করতে পারবেন না। বাকিদের জন্য এলইডি স্ক্রিনে দেখতে পারবেন। কিন্তু করোনার জেরে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর চারটি জনসভা।

সম্পর্কিত পোস্ট