কোভিড নিয়ে বৈঠকে রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের কোভিড পরিস্থিতি নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাজ্যগুলিকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটরগুলির যথাযথ ব্যবহার করুক কেন্দ্র।
বিষয়টিতে কড়া নজরদারি রাখার জন্য কেন্দ্রীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
এই মুহুর্তে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পার করছে। এমত অবস্থায় কোভিড পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত এক প্রতিনিধির তরফে জানা যায় সমস্ত রাজ্যগুলিকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কিছু রাজ্য কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটর সঠিকভাবে ব্যবহার করছে না। এই খবর প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। ব্যবহার না করে সেই সব ভেন্টিলেটর ফেলে রাখা হয়েছে। অবিলম্বে হাসপাতালে সেই সব ভেন্টিলেটর বসিয়ে যাতে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীরা ভেন্টিলেটরের ব্যবহার না জানলে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে যত সময় যাচ্ছে শহর থেকে গ্রামীণ এলাকাগুলিতে বেশী ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। তাই গ্রামীণ এলাকাগুলিতে বেশী করে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যেসমস্ত এলাকায় করোনার হার বেশী সেখানে টেস্টিংয়ের হার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রয়োজনে ছোট ছোট কন্টেইনমেন্ট জোনে ভাগ করে পরীক্ষা করার কথা জানিয়েছেন তিনি।
একইসঙ্গে সমস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময়ের সঙ্গে কোভিডের পরীক্ষা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।
কোভিডের বিরুদ্ধে ঢাল হতে পারে ভ্যাকসিন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কোভিড ভ্যাকসিনের ঘাটতি নিয়ে সরব হয়েছে একাধিক রাজ্য। ভ্যাকসিনের প্রদানের গতি যাতে আরও বাড়ানো যায় তার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এখনও অবধি ১৮ কোটি ভারতীয় ভ্যাকসিন নিয়েছেন। চলতি বছরের শেষে এই সংখ্যা ২০০ কোটি পার করবে বলে অনুমান কেন্দ্রের।