অক্সিজেন নেই, মোদি মন কা বাত করেছেন, সমালোচনা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢ়েউয়ের কারণে কাঁপছে দেশ। রাজ্যের হাল ক্রমশ খারাপ হচ্ছে।আপাতত করোনা ভাইরাস পরিস্থিতির জন্য রাজ্যের বড় জনসভা বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের সব জনসভা বাতিল করে এখন ভার্চুয়াল সভা করছেন।

রবিবার মুর্শিদাবাদ থেকে এই ভার্চুয়াল সভা করে ‘মন কী বাত’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন তিনি। বললেন, দেশে অক্সিজেন নেই, আর এদিকে উনি মন কী বাত করছেন। কে শুনতে চায় ওনার মন কী বাত, প্রশ্ন মমতার।

এদিন ভার্চুয়াল সভায় মমতা বলেন, শুধু বাংলা দখল করার লক্ষ্যে মোদি বাংলার ক্ষতি করলেন। একইসঙ্গে ক্ষতি করেছেন গোটা দেশের। কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছে না, আর এদিকে উনি মন কী বাত করে চলেছেন। এই সময় ওনার মন কী বাত কেউ শুনতে চায় না বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পাশাপাশি, রাজ্যের আট দফা বিধানসভা ভোট নিয়েও আবার কেন্দ্রের এবং নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন তিনি। মমতার কথায়, প্ল্যান করে আট দফা ভোট করেছে। এক এক দফায় একরকম রিগিংয়ের পরিকল্পনা করেছে বিজেপি।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, থাকছেন না আসানসোলের ভোটে

আরও বিস্ফোরক অভিযোগ করে তিনি দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের যত কেন্দ্রীয় বাহিনী ছিল, তাদের তুলে নিয়েছে। আর যত ক্রিমিনাল ছিল তাদের সঙ্গে দিয়ে দিয়েছে। বিজেপি-র নেতা কর্মীদের সঙ্গে দিয়ে দিয়েছে।

এদিকে, আজ ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, চিকিত্সক, নার্সদের মতো অ্যাম্বুল্যান্স চালকরাও এই মুহূর্তে সাহসিকতার সঙ্গে কাজ করছেন। স্বাস্থ্যকর্মী, চিকিত্সক এবং নার্সরা কোভিডের বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়ছেন।

গত এক বছরে অতিমারির সঙ্গে নানা অভিজ্ঞতা হয়েছে তাঁদের। তবে এখন কোভিড সকলের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে, তাঁর পরামর্শ প্রতিষেধক নিয়ে কোনও রকম গুজবে কান দেবেন না। রাজ্যগুলিকে ইতিমধ্যেই বিনামূল্যে প্রতিষেধক পাঠিয়েছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট