আমফান বিধ্বস্ত বাংলা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবলীলা বাংলাজুড়ে। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই চব্বিশ পরগণা।
আমফানের জেরে লণ্ডভণ্ড কলকাতা সহ বাকি জেলাগুলি। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বাংলায় এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের।
শুক্রবার সকালেই আমফানে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদিপ ধনকর একই হেলিকপ্টারে দুই ২৪ পরগনার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন।
এক ঘণ্টারও বেশি সময় ধরে দুর্গত এলাকা আকাশপথে দেখার পরে হেলিকপ্টার নামে বসিরহাট কলেজের মাঠে। সেই কলেজেই শুরু হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক।
বৈঠক শেষে আমফান মোকাবিলায় রাজ্যকে ১ হাজার কোটি টাকা সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।তিনি বলেন খুব শীঘ্রই রাজ্যে আসবে কেন্দ্রের প্রতিনিধি দল। পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন এদিন । আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও এদিন জানান তিনি।