ফের এটিএম জালিয়াতির অভিযোগ, গ্রেফতার এক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক এটিএম প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। ধৃতের নাম জিয়ারুল সেখ (২৯)। ধৃতের বাড়ি নওদা থানার অন্তর্গত সোনাটিকুরিয়া উত্তর পাড়া এলাকায়। বড়ঞা থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে।

সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে  এক ব্যক্তি এটিএম কার্ড ব্যবহারে টাকা তুলতে যান এবং তিনি এটিএম ব্যবহার ওয়াকিবহল না থাকার কারণে পাশে দাঁড়িয়ে থাকা একজনকে পিন নাম্বার দিয়ে টাকা তুলতে বলেন। তিন হাজার টাকা মত সেই ব্যক্তিকে বলে তিনি তোলেন। বাড়ী ফেরার পর তিনি দেখেন ওনার এটিএম থেকে টাকা তোলা হয়েছে এবং অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার টাকা উধাও হয়ে গেছে।

পরে ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন ওনার এটিএম টা বদল করা হয়েছে। এরপর সেই ব্যক্তি বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে বড়ঞা থানার পুলিশ জিয়ারুল সেখ  গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ১৫ এবং ২৭ তারিখ দুই দিনই তারা এইরকম জালিয়াতি করে টাকা তুলেছে।

এই ঘটনায় আর কে বা কারা যুক্ত আছে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পুলিশিহেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কান্দি মহকুমা  আদালতে তোলা হয়। ১০দিনের পুলিশ হেফাজতে আবেদন মঞ্জুর করেন বিচারপতি সুস্মিতা মুখোপাধ্যায়। এর সাথে আর কে বা কারা যুক্ত আছে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট