অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে ধর্না, শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলকে আটক করল পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে ধর্না দেওয়ায় শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলকে আটক করল পাঞ্জাব ৷
If a storm rises, Captain won’t be able to stop it, even if he uses all his force. There is scam in vaccination, there is scam in Fateh Kit, there is scam in SC scholarship, farmers’ land is being acquired: Shiromani Akali Dal president Sukhbir Singh Badal before getting detained pic.twitter.com/nAdDixaZXO
— ANI (@ANI) June 15, 2021
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুর পদত্যাগের দাবীতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না দেন শিরোমণি আকালি দল প্রধান সুখবীর সিং বাদল। তখনই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
শুধুমাত্র আকালি দল নয় বিক্ষোভে উপস্থিত ছিলেন পাঞ্জাবের বিএসপি প্রধান জশবীর সিং ঘাড়ি। অভিযোগ, রাজ্যে কোভিডের সরঞ্জাম এবং ভ্যাকসিনের দামে গড়মিল করছেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু। তাই তাঁর পদত্যাগের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত করেন হাজারো সমর্থক। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএসপি এবং শিরোমণি আকালি দলের সমর্থকরা৷
জানা গিয়েছে, পুলিশ ব্যারিকেড টপকে প্রবেশের চেষ্টা করলেন বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয়েছে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়াকে।
২০২২ এর কথা মাথায় রেখে পাঞ্জাব সরকারের একাধিক ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনে নামতে চাইছে বিরোধী দলগুলি। শনিবার নতুন করে জোটবদ্ধ হয়ে পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টায় রয়েছে শিরোমণি আকালি দল এবং বহুজন সমাজবাদী পার্টি।
নতুন জোটের পরেই সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মায়াবতী৷ গত বছর এনডিএ শিবির ছাড়লেও পাঞ্জাব সরকারের বিরুদ্ধে কটাক্ষ করতে পিছপা হননি সুখবীর সিং বাদল। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সরকারকে তুলোধনা করেছেন তিনি।
এমনিতেই পাঞ্জাবের কংগ্রেস শিবিরে ফাটল দেখা দিয়েছে। অমরিন্দর সিং এবং নভোজোত সিং সিধু শিবিরে ভাগ হয়েছে কংগ্রেস। তারই মধ্যে বিরোধী পক্ষের বিরাট আন্দোলন আলাদা করে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।