নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দুই জন গ্রেফতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন সহ ২৬ জন। শুক্রবার সেই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এদিনেই ধৃত দুই জনকে আদালতে তোলা হবে।

ধৃতদের বিস্ফোরণকাণ্ডে সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবী সিআইডির। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং বিস্ফোরণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় আরও কিছু জনের সঙ্গে যোগ রয়েছে বলে অনুমান তদন্তকারী অফিসারদের। যদিও অভিযুক্তদের ভবানীভবনে এনে জিজ্ঞাসাবাদের পরেই পদক্ষেপ নেবে সিআইডি।

চলতি মাসের ১৭ তারিখ রাত সাড়ে আটতা নাগাদ নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। ওই ঘটনায় মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন আহত হন।

প্রথম জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে পড়ে যে রাতেই কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে মাথায় আঘাত লেগে গুরুতর জখম হন তিনি।

পরিকল্পনা করেই হামলা করা হয়েছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঘটনায় সরব হন জেলা সভাপতি আবু তাহের।

তবে হামলার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে? নাকি ব্যক্তিগত কোনও কারণ তা জানতেই সিআইডির বিশেষ দল গঠন করা হয়। তদন্তে নেমে সিআইডির তরফে জানানো হয়, বিশেষ ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছিল।

শুক্রবার দুই ধৃতকে আটক করে তাঁদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের সঙ্গে বিস্ফোরণের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে অন্য কেউ যুক্ত রয়েছে কি না তা তদন্ত শুরু হয়েছে।

 

 

সম্পর্কিত পোস্ট