গাজিপুর বর্ডারে ১৫ জন সাংসদের পথ আটকালো পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ ৭০ দিন ধরে চলা দিল্লি উপকন্ঠে কৃষকদের সমর্থন জানাতে বুধবার গাজিপুর বর্ডারে উপস্থিত হলেন ১০ টি বিরোধী দলের ১৫ জন সাংসদ।

কিন্তু সেখানে তাঁদেরকে পুলিশ আটকে দেয়। এমনটাই অভিযোগ জানিয়েছেন এক সাংসদ।

এদিন সকালে কৃষকদের সঙ্গে দেখা করতে যান শিরোমণি আকালি দলের হরশিমরত কৌর, এনসিপি সুপ্রিয়া সুলে, তৃণমূলের সৌগত রায় এবং ডিএমকে দলের কানিমোঝি সহ একাধিক দলের নেতা।

কৃষক আইনের সমর্থন জানালো আমেরিকা

সকালের পর হরশিমরত কৌর বাদল টুইট করে জানিয়েছেন, গাজিপুর বর্ডারে যে অবস্থা তা দেখে তিনি আঘাত পেয়েছেন। যেভাবে অন্নদাতাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে তা দেখে আশ্চর্য হয়েছেন তিনি। এমনভাবে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা যেখানে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার ব্রিগেড প্রবেশ মুশকিল।

গত কয়েকদিন ধরে দিল্লি-হরিয়ানা বর্ডারে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে সরকারের তরফে। কাঁটাতার এবং কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির ভিতরে যে অশান্তি ছড়িয়েছিল সেই ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয় সেই কারণেই এই পদক্ষেপ নিয়ে প্রশাসন।

ইতিমধ্যেই একাধিক বর্ডারে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন আকালি দলের সাংসদ বলেন, আমরা এখানে কৃষকদের সঙ্গে কথা বলতে এসেছি। কৃষকরা কি পরিস্থিতিতে রয়েছে তা জানতে এবং কৃষকদের পরিস্থিতির কথা সংসদে তুলে ধরতে চান তাঁরা।

সম্পর্কিত পোস্ট