বুট পড়া পায়ে বুকে লাথি, সিভিক পুলিশের আচরণে স্তম্ভিত পুলিস কমিশনার সৌমেন মিত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গতবছর করোনার প্রথম ঢেউয়ের সময় আমেরিকার (USA) মিনিয়াপোলিসের (Minneapolis) জর্জ ফ্লয়েডের (George Floyd) মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষী আন্দোলনকে নতুন করে তুঙ্গে নিয়ে যায়।

সেই ঘটনারই ছায়া দেখা গেল খাস কলকাতার (Kolkata) রাজপথে। রবিবার সন্ধ্যায় এক্সাইড মোড়ের কাছে এক গ্রীন পুলিশকে (green police) দেখা গেল শীর্ণকায় এক ব্যক্তির বুকে বারবার লাথি মেরে রাস্তায় ফেলে দিতে। এই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গিয়েছে।  ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে বলেই জানান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

কলকাতা পুলিশ সূত্রে খবর অতনু বিশ্বাস নামে ওই গ্রীন পুলিশকর্মী এক ছিনতাইবাজকে পাকড়াও করার সময় এই দুর্ভাগ্যজনক কাণ্ড ঘটিয়ে বসেন। তবে ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসেন কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র (Soumen Mitra)। তিনি তৎক্ষণাৎ ওই গ্রীন পুলিশকে বরখাস্ত করার নির্দেশ দেন।

কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনলাইন অ্যাকাডেমি

জানা গিয়েছে ওই গ্রীন পুলিশ যখন এইরকম অমানবিক কাণ্ড ঘটাছিলেন তখন আশেপাশের মানুষজন কেউ ছুটে এসে বাধা দেননি। বিষয়টি এক্সাইড মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্টদের নজরে এলে তাঁরা দৌড়ে এসে অতনু বিশ্বাস নামে ওই গ্রীন পুলিশকর্মীকে নিরস্ত করেন।

তবে যে ব্যক্তিকে বুকে পা দিয়ে মারা হচ্ছিল তিনি আপাতত সুস্থ আছেন। জানা গিয়েছে গোটা বিষয়টি নিয়ে কথা বলার জন্য সোমবার সকালে লালবাজারে নিজের অফিসে এক্সাইড মোড়ের ট্রাফিক সার্জেন্টদের তলব করেছেন নগরপাল।

পুলিশ কমিশনারের দাবি, কীভাবে এমন ‘অমানবিক’ ঘটনা ঘটল, সেই কারণ জানতে চাওয়া হবে। শৃঙ্খলাভঙ্গের জন্য তদন্ত হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

সম্পর্কিত পোস্ট