অনুমতি দেয়নি পুলিশ, ত্রিপুরায় অভিষেকের পদযাত্রার তারিখ বদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। তাই পদযাত্রার দিনবদল করল তৃণমূল।

১৫ বদলে ১৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পদযাত্রায় সামিল হবেন। ত্রিপুরায় সাংবাদিক সম্মেলনে একথা জানান, তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি জানান, ষড়যন্ত্র করে ১৫ সেপ্টেম্বর তৃণমূলের পদযাত্রা বানচাল করার চেষ্টা করেছে বিজেপি। পুলিশকে দিয়ে বিজেপি তাদের সাজানো নাটক মঞ্চস্থ করেছে। তাঁর দাবি, বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে।

তাঁর সাফ কথা, ১৬ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করবেই।

ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ১৫ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল। সেই মোতাবেক পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন তাঁরা।

কিন্ত, একই দিনে এবং একই সময়ে অন্য রাজনৈতিক দলের মিছিল থাকায়  তাই তৃণমূলকে পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ।

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, তিনি পুলিশের কাছে জানতে চেয়েছেন, ১৫ সেপ্টেম্বর কোন রাজনৈতিক দলকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি সুর চড়িয়ে বলেন, পুলিশ প্রশাসন আদতে বিপ্লব কুমার দেবের গোলামী করছে। বিজেপি ভয় পেয়ে তৃণমূলের পথ আটকাচ্ছে।

চার জেলায় সংক্রমনের হার ঊর্ধ্বগামী, জেলা প্রশাসন ও পুরসভা গুলিকে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের

বিপ্লব দেব সরকারকে একহাত নেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন,   তৃণমূল পদযাত্রার জন্য আবেদন জমা দেওয়ার সময় অন্য কোন রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। কিন্ত, হটাত অন্য দলের কর্মসূচি তৈরী হয়ে গেছে।

তাঁর দাবি, পুলিশের চিঠির বক্তব্য স্ববিরোধী। কারণ, কখনো তৃণমূলের নির্ধারিত রুটে অন্য দলের মিছিল হবে বলছে। কখনো সমগ্র আগরতলা জুড়েই অন্য রাজনৈতিক দল মিছিল করবে বলে পুলিশ জানাচ্ছে।

তিনি বিদ্রুপের সুরে বলেন, পুলিশের চিঠি চরম হাস্যকর এবং বালখিল্যতার পরিচয়।

প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর আগরতলায় তৃণমূলের পদযাত্রায় হাঁটবেন অভিষেক। কুণাল ঘোষের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তৃণমূল ষড়যন্ত্র হচ্ছে দেখেও সৌজন্যতা দেখাবে। অসীম ধৈর্য্যের পরিচয় দেবে। সঙ্গে সহিষ্ণুতা এবং উন্নয়নের বার্তা দেবে। কিন্ত, কোন বাধা মানবে না।

১৬ সেপ্টেম্বর পদযাত্রার অনুমতি না দেওয়া হলেও রাস্তায় নামবেই তৃণমূল, হুশিয়ারী দিয়ে সাফ জানিয়ে দেন কুণাল ঘোষ।

সম্পর্কিত পোস্ট