এনকাউন্টারে খতম হিজবুল প্রধান সইফুল্লা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার বড়সড় সাফল্য। হিজবুল মুজাহদ্দিন গ্রুপের প্রধানকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনা। রবিবার শ্রীনগর থেকে কিছুদুরের ঘটনাকে এখনও অবধি সবথেকে বড় সাফল্য হিসাবে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ৬ বছর আগে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি দলে যোগদান করে পেশায় ডাক্তার সইফুল্লা।  জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের অপারেশন চিফ ছিল সইফুল্লা ওরফে গাজি হায়দার। চলতি বছরের মে মাসে রিয়াজ নাইকুর মৃত্যুর পর দলের দায়িত্বভার গিয়ে পড়ে সইফুল্লার ওপর। জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় হামলার ছক কষেছিল সে।

পুলিশ সূত্রে খবর ছিল শ্রীনগরের রনগ্রেথ এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল সইফুল্লা। রবিবার সেখানেই অভিযান চালায় সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেখানেই সইফুল্লা সহ আরও একজনকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দুপক্ষের মধ্যে শুরু হয় গোলাবর্ষণ। পুলিশের গুলিতে খতম হয় সইফুল্লা। ঘটনাস্থল থেকে একে-৪৭ সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার যৌথ বাহিনীর সাফল্যের কথা প্রকাশ করেন পুলিশ ইনস্পেকটর জেনারেল বিজয় কুমার।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ডঃ সুইফুল্লা, যিনি হিজবুল মুজাহিদ্দিনের এক নম্বর সদস্য ছিলেন, তাঁকে এনকাউন্টারে খতম করে পুলিশ।

ইনসপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, এই মুহুর্তে জম্মু-কাশ্মীরে পুলিশের নেটওয়ার্ক এতটাই পোক্ত হয়ে গিয়েছে যে কোনও সময় জঙ্গি প্রবেশ করা মাত্রই পুলিশের কাছে খবর এসে পৌঁছাবে। ওই এলাকায় আরও কোনও জঙ্গি রয়েছে কি না তা জানতে আটক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সইফুল্লার এনকাউন্টারের পর জম্মু-কাশ্মীরে জঙ্গি সংগঠন আগের থেকে আলগা হবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট