বিকাশ দুবের মৃত্যু নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশ একে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে চাইছে। ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক শিবির থেকে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদব ট্যুইটারে যোগী সরকারকে উদ্দেশ্যে লেখেন আসলে গাড়ি উল্টায়নি। রহস্য ফাঁস হলে সরকার উল্টে যেতে পারত। সেটাই ঠেকানোর মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।
উত্তরপ্রদেশের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও এই নিয়ে পুলিশের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, কানপুর পুলিশের হত্যাকাণ্ডের পাশাপাশি বিকাশের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তাঁর মৃত্যু সুপ্রিমকোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উত্তরপ্রদেশ প্রদেশের পর্যবেক্ষক প্রিয়াঙ্কা গান্ধি ট্যুইটারে লেখেন, অপরাধী না হয় শেষ হয়ে গেল।
মহঃ মোক্তারের উপর অবিলম্বে জুলুম বন্ধ না হলে পথে নামবে প্রদেশ কংগ্রেস, হুঁশিয়ারী সোমেন মিত্রের
কিন্তু অপরাধীকে যারা নিরাপত্তা দিয়ে আসছিল তাদের কি হবে। কানপুর হত্যাকাণ্ড থেকে বিকাশ দুবের গ্রেফতরি, গোপনে কারা তাকে সহযোগিতা করেছিল সেই সব এর সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন বলে কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
এদিকে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইটারে প্রশ্ন তুলেছেন ।
ট্যুইটারে মহুয়া লিখেছেন, যোগীজির এনকাউন্টার রাজে একমাত্র যে জিনিসটির হত্যা হয়েছে, তা হল ন্যায়বিচার৷
তৃণমূল সাংসদ আরও লিখেছেন, আদালতের কাজ ন্যায়বিচার দেওয়া৷ পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে হাজির করানো৷ বিজেপি-র রাজত্বে ভারতবর্ষে এই দু’টি জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তকে এ ভাবে গুলি করে মারতে পারে না পুলিশ৷
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে পালিয়ে বেড়ানোর পর পুলিশ বিকাশ দুবেকে গ্রেপ্তার করে। তবে পুলিশ গ্রেপ্তার করে নাকি সে নিজে থেকে ধরা দেয় সেটা নিয়ে বিতর্ক চলছিল। পুলিশের দাবি গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে।
তাকে আত্মসমর্পণ করতে বললে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে বিরোধী রাজনৈতিক দলের নেতারা একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ট্যুইটারে লিখেছেন বিকাশ দুবের সঙ্গে কোন কোন নেতার যোগসাজশ ছিল। পুলিশ এবং আমলাদের সঙ্গে কি সম্পর্ক ছিল। সেটা আর সামনে আসবে না। গত তিন-চার দিনে বিকাশ দুবের ২ সঙ্গীর এনকাউন্টার হয়েছে। কিন্তু প্রত্যেকের এনকাউন্টারের ধরন একরকমের কেন। বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন করছেন।