রণক্ষেত্র সুলেখা মোড়, আন্দোলনে অনড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

এইট বি বাসট্যান্ড থেকে আসা ছাত্রদের মিছিল সুলেখা মোড়ে আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার জেএনইউ ক্যাম্পাসে হামলার পর সোমবার দেশজুড়ে প্রতিবাদে সরব হয় একাধিক ছাত্র সংগঠন। সোমবার শহর কলকাতায় প্রতিবাদে সরব হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

প্রতিবাদে পথে নামতে দেখা যায় সিপি(আই)এম নেতাদের। পালটা মিছিলের ডাক দেয় বিজেপি। যা ঘিরে সোমবারের সন্ধ্যায় রীতিমতো রণক্ষেত্র সুলেখার মোড়।

সোমবার সন্ধে বেলায় সামনাসামনি চলে আসে তিন মিছিল। মিছিল আটকাতে আগে থেকেই তৎপর ছিল যাদবপুর থানার পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে মিছিল সরিয়ে নিতে বাধ্য হয় বিজেপি এবং সিপি(আই)এম। কিন্তু আন্দোলনে অনড় থাকতে চায় পড়ুয়ারা। এইট বি বাসট্যান্ড থেকে আসা ছাত্রদের মিছিল সুলেখা মোড়ে আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

সোমবার সন্ধে বেলা থেকেই যাদবপুরে মিছিল করে বিজেপি। বিজেপির অভিযোগ রবিবার রাতে মদ্যপ অবস্থায় বিজেপির পার্টি অফিসে ভাংচুর চালায় পড়ুয়ারা। এমনকি বিজেপি কর্মী ও সমর্থকদের গালিগালাজ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় পতাকা।

আরও পড়ুনঃ হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার বঙ্গ তনয়ার

যার প্রতিবাদে মিছিলের ডাক দেয় বিজেপি। এদিন বাঘাযতীন থেকে মিছিল সুলেখা মোড় আসতেই তা আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

এদিন দুই মিছিলের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে সিপি(আই) এমের ডাকা মিছিল সুলেখা মোড়ে উপস্থিত হয়। তিন পক্ষের মিছিল সরিয়ে নিয়ে যেতে বলা হলে শুরু হয় বাদানুবাদ। এরপরেই পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

পড়ুয়াদের দাবী,শান্তিপূর্ণভাবে এদিন মিছিল করছিল তাঁরা। তবুও তাঁদের ওপর হামলা চালায় পুলিশ। রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াদের। গুরুতর জখম হন কয়েকজন। এমনকি মহিলাদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

সম্পর্কিত পোস্ট