পুলিশ বনাম গ্যাংস্টার লড়াই, ব্রাজিলে মৃত ২৫

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্রাজিলের রিও ডে জেনেইরোতে শুটআউট। বৃহস্পতিবার রিওর জাকেয়ারজিনহোরে পুলিশ এবং গ্যাংস্টারদের সংঘর্ষে মৃত ১ পুলিশ কর্মী সহ ২৫ জন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা বিশ্বে। ঘটনায় বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিও ডে জেনেরিওর জাকেয়ারজিনহোর এলাকা মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য বলে পরিচিত। গ্যাংস্টারদের বিরুদ্ধে অভিযোগ আগেই দায়ের করা হয়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ । গোটা এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী। হেলকপ্টারের মাধ্যমে চলে নজরদারি।

বিরাট পুলিশ বাহিনীর ঘেরাটোপ থেকে পালানোর চেষ্টা করে গ্যাংস্টাররা। তখনই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। বেশীরভাগ জন ওই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

মাদক পাচারকারী ঘটনায় রিও ডি জেনেরিও শহরে ১৬ বছর পর এধরনের অভিযান চালানো হল। এর আগে ২০০৫ সালে বায়সাদা ফ্লুমিনেন্সে একই অভিযান চালায় পুলিশ। গোটা ঘটনার নিন্দা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশকিছু মানবধিকার সংগঠন।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ৬ টি অ্যাসল্ট রাইফেল, ১৫ টি হ্যান্ডগান সহ একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরছাড়া বহু মানুষ। মৃত পুলিশ কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ব্রাজিলের মানুষ।

সম্পর্কিত পোস্ট