রাজনৈতিক দ্বিচারিতাঃ বিশ্বাস হারাচ্ছে মানুষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ২১। তার কারণ ২১ এর মে-জুন মাসেই কার্যত পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিপথ কার দখলে থাকবে। এখন যতটাই অনুমেয় তখন ততটাই বাস্তবে পরিণত হয়ে যাবে।

তবে একুশের নির্বাচন অনুমান করা খুব মুশকিল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ঘাটলে দেখা যাবে, দলবদলের যেভাবে ঘটনা ঘটছে অতীতে এমনভাবে দলবদল ঘটেনি। যারা আজ বিরোধীদের শূলে চড়াচ্ছেন কাল তারা তাদের দলেই ভিড়ছেন।

ফলে প্রশ্ন থাকছে গ্রহণযোগ্যতা নিয়ে। ইতিমধ্যেই শুভেন্দু বনাম শাসক দল যে তরজা শুরু হয়েছে, তাতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ যে ঊর্ধ্বমুখী তা বলার অপেক্ষা রাখে না। আর এই তরজা শীতকালে কম্বল মুড়ি দিয়ে রাজ্যবাসী ভালোই উপভোগ করছে।

তবে ১০০শতাংশ মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষ শুভেন্দু অধিকারীর দলবদলকে ভালো চোখে দেখছেন না। তার একটাই কারণ আজ তিনি যে কথাগুলো বলছেন দলে থাকাকালীন তিনি কেন বললেন না?

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/lakshmis-resignation-will-not-affect-the-election-says-kunal-ghosh-arup-roy/

পাশাপাশি শুভেন্দুর বিজেপির যোগসুত্র উঠে আসছে ২০১৪ সাল থেকে। তাতে রয়েছে বিশ্বাসভঙ্গের ছোঁয়া। যেটা কিনা আরো বেশি করে ভাবাচ্ছে আমজনতাকে। তৃণমূল সূত্রে, যেমন বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য নিয়েই বিজেপিতে সামিল হয়েছেন। এতে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন হচ্ছে।

একটু যদি ভাবা যায় তাহলেই দেখা যাবে কতটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলার বুকে। আসলে ভোটটা কাকে দিচ্ছি? বর্তমানে যে ক্ষমতায় রয়েছে তাকে? নাকি বিরোধীদের ভোট দেওয়া যারা বকলমে কিনা একদা শাসক দলেরই সদস্য ছিল? কে বলতে পারে আগামী দিনে তারা ফের দলবদল করবেন কিনা!

রাজনীতি সম্ভাবনার শিল্প সেই কথাটি ধরে যদি এগোনো যায় তাহলেই জলের মত পরিস্কার হয়ে যাবে সবটাই একে অপরের প্রতি আক্রমণ, বাক শালীনতা, সর্বোপরি অভিযোগের বহর প্রতিশ্রুতির বন্যা সবটাই বছর শেষে জাঁকিয়ে ঠান্ডায় উপভোগ করছে রাজ্যবাসী। আসল খেলাটা হবে ভোট বাক্সে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/make-in-india-is-actually-sell-india-dola-sen/

একটা সরকারকে সমূলে উপড়ে ফেলে দিয়ে সেখানে নতুন করে সরকারকে জায়গা দিতে পারে আমজনতা। আবার যারা ভালো কাজ করছে আগামী দিনে তারা যাতে আরও ভালোভাবে কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাও ভোট বাক্সের মাধ্যমে নিশ্চিত করেন জনতা।

অতএব পশ্চিমবঙ্গের পালাবদলের রাজনীতিতে ঘটমান সমস্তকিছুই হয়তো নির্ধারিত ছিল, সময়ের সঙ্গে সঙ্গে আমজনতা সামনে প্রকাশিত হয়েছে তা। এখনো হয়ত অনেক কিছু দেখার বাকি রইল।

সম্পর্কিত পোস্ট