রাজস্থানে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা প্রদর্শনে এগিয়ে গেহলোট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার রাতের পর সোমবার সকালে দলের তরফে বৈঠক ডাকা হয়। বৈঠকে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। একেবারে হুইপ জারি করে রাজস্থান কংগ্রেস ইনচার্জ অবিনাশ পান্ডে জানিয়ে দেন।

তাতে কাজও হল। কংগ্রেসের তরফে জানানো হয় জয়পুরে এদিন মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের বাসভবনে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন ১০৭ জন সরকার পক্ষের বিধায়ক।

যদিও সুত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী বাসভবনে ৯৫ থেকে ৯৯ জন বিধায়কের উপস্থিতি নজরে এসেছে। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের বিজেপি যোগ নিয়ে নতুন কোনও খবর নেই।

রাজস্থানের রাজনৈতিক অস্থিরতার মাঝে জয়পুরে উপস্থিত হয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেনযদি কারোর কোনও রকম দলের পদ নিয়ে অসুবিধা থাকে তাহলে এসে দলের সঙ্গে কথা বলা দরকার।

শচীন পাইলট বনাম অশোক গেহলোট, সোমবারের বৈঠকই বাতলে দেবে রাজস্থানের ভবিষ্যৎ

রাজস্থানে সুস্থির সরকার গঠনের জন্য সকল বিধায়কদের ভোটের মাধ্যমে অংশগ্রনহণ করার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র।

গত ৪৮ ঘন্টার মধ্যে রাজস্থানের রাজনৈতিক অস্থিরতা নিয়ে শচীন পাইলটকে একাধিকবার ফোন করা হয়েছে। জানালেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

সম্পর্কিত পোস্ট