রাজস্থানে রাজনৈতিক অস্থিরতাঃ ভাইরাল অডিও টেপের তদন্তে কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজস্থান সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি অভিযোগ তুলেছিল রাজস্থান কংগ্রেস। গত সপ্তাহে ভাইরাল হওয়া অডিওর ভিত্তিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এবার সেবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ গেল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।
শুরু থেকেই কংগ্রেসের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য,যে কোনওরকম তদন্তের জন্য তিনি তৈরি৷ কোনও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তিনি উপস্থিত থাকবেন বলে সাফ জানিয়েও দেন৷
প্রসঙ্গত, গত সপ্তাহ থেকেই মরুপ্রদেশে যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়, তাতেই খানিকটা উত্তাপ বাড়ায় ভাইরাল হওয়া অডিও টেপ। অডিও টেপে উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীর নাম।
দুটি এফআইআরের ভিত্তিতে বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় জৈনকে গ্রেফতার করে পুলিশ। কংগ্রেসের তরফে নাম জড়ায় বর্ষীয়ান কংগ্রেস নেতা ভানওয়া লাল শর্মা এবং বিশ্বেন্দ্র সিংয়ের নাম।
অমর ২১ জুলাইঃ স্মৃতি রোমন্থনে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
তখন থেকেই রাজস্থান পুলিশের এসওজিকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। দুই বিধায়ককে গ্রেফতার করতে দিল্লির কাছে মানেশ্বরের একটি রিসোর্টে উপস্থিত হয় পুলিশ। কিন্তু সেখানে পাইলট টিমের দেখা না মেলায় তাদের ফিরে আসতে হয়।
গত তিন দিনে দু’বার মানেসরের রিসোর্টে শচীন এবং তাঁর অনুগামীদের খুঁজে না পেয়ে ফিরে আসতে হয়েছে রাজস্থান পুলিশকে। কংগ্রেসের তরফে অভিযোগ আলাদা আলাদা করে একাধিক হোটেলে রাখা হয়েছে কংগ্রেস নেতাদের।
পাল্টা বিজেপি দাবী করে, নিজেদের অন্তঃদ্বন্দ্ব ঢাকতে বিজেপি নেতাদের কলুষিত করার চেষ্টা করছে কংগ্রেস। বেআইনিভাবে ফোন ট্যাপ করার অভিযোগ এনে গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবী তুলেছে গেরুয়া শিবির।