নির্বাচনের আগে শিবির বদলের পুর্বাভাস উত্তরপ্রদেশেও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  মঙ্গলবার সকালে নয় বহুজন সমাজবাদী পার্টির বিধায়কদের শিবির বদলকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে উত্তরপ্রদেশে।

ঘটনা প্রকাশ্যে আসার পরেই আসলাম রাইনি, আসলাম আলি চৌধুরী, মুজতবা সিদ্দিকি, হাকিম লাল বিন্দ, হরগোবিন্দ ভারগব, সুষমা প্যাটেল, বন্দনা সিং, রামবীর উপাধ্যায় এবং অনীল সিংদের বহিষ্কার করেছেন বিএসপি প্রধান মায়াবতী৷

সূত্রের খবর, নয় বিধায়ক উপস্থিত হয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করার জন্য। দলবিরোধী কাজের জন্য আরও দুই বিধায়কদের সরিয়ে দিয়েছেন বেহেনজি।

২০১৭ এর বিধানসভা নির্বাচনে ১৯ টি আসন পায় মায়াবতীর দল৷ উপনির্বাচনে আরও একটি আসন খুইয়ে বসে বহুজন সমাজবাদী পার্টি। দলবদলের সম্ভাবনা জোরালো হওয়ার পরেই বিধায়ক সংখ্যা ৭ এ গিয়ে ঠেকতে পারে।

কাকা-ভাইপোর লড়াইয়ে কালো মেঘ এলজেপি আকাশে

উল্লেখ্য, ২০১৯ এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট করে এসপি, বিএসপি। কিন্তু সেই জোট বেশীদিন টেকেনি। গত দুই বছরে কমতে শুরু করেছে মায়াবতীর দলের ভোট৷

অন্যদিকে, সমাজবাদী পার্টির হয়ে কাজ করার অভিযোগে একের পর এক নেতাকে বহিষ্কার করেছেন তিনি। আগামী বছরের নির্বাচনের এর ফায়দা সমাজবাদী পার্টি তুলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গতবারের নির্বাচনে হারের পর মুখ্যমন্ত্রীত্ব হারান অখিলেশ যাদব৷ ঠিক নির্বাচনের কিছুমাস আগে দলবদল সমাজবাদী পার্টিকে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

সম্পর্কিত পোস্ট