রাজ্যপাল বনাম মহুয়া মৈত্রের টুইট যুদ্ধ বাড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সুর চড়াও করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এবার ‘স্বজনপোষণ’ নিয়ে শুরু হয়েছে সাংসদ মহুয়া মৈত্র বনাম রাজ্যপালের টুইটার যুদ্ধ।
ছয় জন ওসিডি পদে অফিসারদের নিয়োগ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি রাজ্যপালকে আঙ্কেলজি সম্মোধন করে খোঁচা দেন তিনি। ওই টুইটে একটি তালিকায় তৃণমূল সাংসদ দেখান ওই ছয় অফিসাররা রাজ্যপালের সম্পর্কে কে হন।
রাজ্যপালের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কৃষ্ণনগরের সাংসদের মন্তব্য, রাজভবনে পুরো গ্রাম নিয়ে বসিয়ে রেখে সরকারী টাকায় পোষণ করা হচ্ছে? সকাল থেকে মুখ্যমন্ত্রীর সরকারকে দোষারোপ করে যাবেন আগে নিজে দেখুন কি করছেন। তিনি রাজ্যপালের চেয়ারকে নিচে নামিয়ে আনছেন বলে অভিযোগ তোলেন তিনি। যা পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক।
তিনি আরও বলেন, কীভাবে ওই ছয় অফিসারদের রাজভবনে নিয়োগ করা হল? বিজেপির আইটিসেল আপনাকে বের করে আনতে পারবে না। উপরাষ্ট্রপতির পদ অধরা থেকে গেল।
পাল্টা মহুয়া মৈত্রকে টুইটারে রাজ্যপাল বলেন, ৬ জন ওসিডি অফিসারের নিয়োগ ঘিরে সাংসদ মহুয়া মৈত্র যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। তিনটি আলাদা রাজ্যের বাসিন্দা ওই ছয় অফিসার। এমনকি চার জন রাজ্যপালের রাজ্যের বাসিন্দা এবং তাঁর বর্ণের নন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যপালের জবাব, ওই ছয় জন তাঁর কেউ নন।
সোমবার আবারও টুইট করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে জুড়েছেন রাজ্যপাল। তিনি বলেন, রাজ্যের উদ্বেগজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কিন্তু সংবিধান অনুসারে মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।