সরগরম ত্রিপুরা, জনসভা বাতিল মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীপদে থাকবেন কি না, তা নিয়ে জনমত চেয়ে রবিবার জনসভার ডাক দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কিন্তু সেই জনসভা বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু বর্মা।
গত রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যবেক্ষক বিনোদ সোনকর। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই তাঁর বিরোধিতায় স্লোগান দিতে শুরু করেন সমর্থকরা। চলে ‘বিপ্লব হটাও, ত্রিপুরা বাঁচাও’ স্লোগান।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রবিবার আগরতলার আস্তাবল ময়দানে জনমত চেয়ে জনসভার ডাক দেন। কিন্তু বৃহস্পতিবার সেই বৈঠক বাতিল হয়েছে বলে জানিয়ে দেন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু বর্মা।
এদিন তিনি আরও বলেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা বাতিল করেছেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/demonstration-in-coochbihar-demanding-stabilization-of-civil-defense-personnel/
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই সরগরম হয় ত্রিপুরার রাজনীতি। বুধবার রাতেই বৈঠক করেন বিজেপির ২৪ জন বিধায়ক। তবে কি কেন্দ্রীয় নেতৃত্বের চাপে পড়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিপ্লব দেবকে?
উল্লেখ্য, কিছুদিন আগেই বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে ত্রিপুরার গেরুয়া শিবিরে ব্যাপক জলঘোলা হয়। জানা যায়, মুখ্যমন্ত্রীর নামে নালিশ জানাতে দিল্লিতে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু বিধায়ক।
তবে কি সেই কারণেই জনমত প্রমাণ করতে চেয়েছিলেন বিপ্লব দেব?