আক্রান্ত TMC যুব নেতাদের দেখতে অভিষেক যাচ্ছেন আগরতলা

পুলিশের সামনেই বিরোধী দল CPIM কার্যালয় পোড়ানো হল

দ্য কোয়ারি ডেস্ক: পরিস্থিতি রীতিমতো সরগরম ত্রিপুরায়। তৃণমূল যুব নেতৃত্বের উপর হামলার পরেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের একটি কার্যালয় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। সিপিআইএমের অভিযোগ, শাসক বিজেপির আশ্রিত গুণ্ডারা পুলিশের সামনেই এই ঘটনা ঘটায়।

ঘটনাস্থল কমলপুর। বিরোধী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, সরকার ভয় পেয়েছে।

এদিকে শনিবার আমবাসায় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ যুব নেতৃত্ব আক্রান্ত হন। তাদের গাড়িতে ভাঙচুর করা হয়। যুব নেত্রী জয়া দত্ত জখম হয়েছেন। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস জানিয়েছে, রবিবার ফের রাজ্যে কলকাতা থেকে আসছেন একঝাঁক টিএমসি নেতা। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরায় টিএমসি যুব নেতাদের উপর হামলার ঘটনায় বঙ্গ বিজেপি কটাক্ষ করেছে। পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সবটাই নাটক। ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতারা বলছেন, রাজ্যে টিএমসির কোনও অস্তিত্বই নেই।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। তাদের অভিযোগ, রাজ্যে গণতন্ত্র নেই। একইসঙ্গে বাম নেতৃত্ব বলছেন, টিএমসির লক্ষ্য রাজ্যে সরকার বিরোধী ভোটকে ভেঙে দেওয়া ও বিজেপির সুবিধা করা।

সম্পর্কিত পোস্ট