পূজা আসছে ,ঘরের দুর্গা বিদায়

অনন্যা ব্যানার্জি- এখন ভদ্র মাস। দুর্গাপুজো আশ্বিন মাসে হলেও পুরনো বাড়িগুলিতে কিন্তু পুজোর কাজ আরম্ভ হয়ে যায় ওই আষাঢ়-শ্রাবণ মাস থেকেই।আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন । দিন গোনা শেষ , এবার বাঙালি থেকে অবাঙালি পূজার মরশুমে উচ্ছসিত , উল্লাসিত হৃদয়। ব্যাকুল হয়ে উঠেছে মা এর মুখ দর্শন করবে বলে । এই দিকে শহর – গ্রাম থেকে শুরু করে সব জায়গায় প্যান্ডেলএর আয়োজন শুরু ।কাউন্টডাউন শুরু বাঙালির আবেগ, ঐতিহ্য, মন কেমনের শারদীয়ার। এই কটা দিন চেনা শহরে কে যেন আলো আলো রঙ ছড়িয়ে দিয়ে যায়। পথ-ঘাটে থিক থিক করে ভিড়ে। এখন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে তিলোত্তমার থিম পুজো। কুমোরটুলি থেকে মা এর মূর্তি বিদেশে পাঠানো শুরু হয়ে গেছে। ৩৬৬ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে আসবে মা। কিন্তু এত কিছুর মধ্যেও মন বিষন্ন যেমন তেমন আন্দোলনে জেগে উঠেছে। সারা বাংলা জুড়ে পালিত হবে পূজা কিন্তু ঘরের দুর্গাকে বিদায় নিতে হলো , সম্মান মাটিতে গড়াগড়ি খেলো, ধুলোর সাথে মিশে গেলো কিন্তু এক দুর্গার যাওয়ার সাথে আরেকদূর্গার আগমন হবে । সেই তিলোত্তমার কথা বলছি যেই তিলোত্তমা যাকে অচিরেই চলে যেতে হয়েছে এই দুনিয়া ছেড়ে তার পরিবারকে ছেড়ে বহুদূরে । শুধুই কি চলে যাওয়া অনেক কষ্ট, যন্ত্রণা , আর্তনাদ , হাহাকার সব কিছু সাথে করে নিয়ে গেছে। সব পরিবার এই পূজার আনন্দে মেতে উঠলেও সেই পরিবার সেই তিলোত্তমার পরিবার কি পারবে । সারা বাংলার পূজা মন্ডপে তিলোত্তমার প্রতিবাদের কথা থাকবে , আমাদের লড়াইয়ের, আন্দোলনের কথা থাকবে চলবে বিক্ষোভ । সরব হবে সবাই । তিলোত্তমা হিন্দু পুরাণে বর্ণিত অপ্সরা ।সংস্কৃত “তিল” শব্দের অর্থ তিল বীজ এবং “উত্তমা” অর্থ ভালো বা উচ্চতর। অর্থাৎ, তিলোত্তমা মানে সৃষ্টির যাবতীয় সৌন্দর্য থেকে তিল তিল করে আহৃত উৎকৃষ্ট অংশ দ্বারা সৃষ্ট অপ্সরা। সেই অপ্সরা সেই তিলোত্তমার নির্মম ধর্ষণ এবং খুন । খোলা আকাশের নীচে রাস্তায় গোটা বিশ্বকে সামনে রেখে হবে আন্দোলন চলছে চলবে । শুধুই তিলোত্তমার পরিবার না বঙ্গের মেয়েরা জেগে উঠেছে দুর্গা হয়ে , নারী শক্তিকে হার মানায় কার সাধ্য। চারদিকে রং উড়ছে , আকাশ – বাতাস একাকার কাশফুলের , শিউলি ফুলের ঘ্রাণ । তেমনি আরেকদিকে লাল রক্তে ভিজেছে তিলোত্তমার শরীর । চোখ ছলছল করে উঠেছে আবার শরীর কেঁপেও উঠছে প্রতিবাদের গর্জনে । শহরে আলো চলাচল হলেও ওই মেয়েটির তিলোত্তমার জন্য মোমবাতির আলোয় আলোকিত শহর । শিরদাঁড়া টান টান করে চলতে থাকবে লড়াই , একটাই কথা We Want Justice!! ।

সম্পর্কিত পোস্ট