করোনায় মানবিক ডাকবিভাগ, বৃদ্ধের বাড়িতে পৌঁছে গেল পেনশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহেই দেখা গেল অন্য এক ছবি।ভারতীয় ডাক বিভাগের তরফে একজন পেনশন হোল্ডারের বাড়ীতে এসে তার পেনশন পৌঁছে দেওয়ার ঘটনা নজিরবিহীন।
পেনশন হোল্ডারের নাম রাধা গোবিন্দ চ্যাটার্জি। প্রায় ৭০ উর্দ্ধ বয়স্ক এই পেনশনার।
তিনি পোষ্টাল ডিপার্টমেন্টে আবেদন করেন যে, তিনি অসুস্থ। ওনার বাড়ীতে কেউ নেই যে তাকে পেনশনটা তুলে এনে দেবে।
আরও পডুনঃ লকডাউনের শহরে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর
এই অসহায় বয়স্ক পেনশনার রাধাগোবিন্দ বাবুর বাড়ীতে এসে পেনশন তার হাতে তুলে দিলেন হুগলী ডাকঘরের পোষ্টম্যান অতনু চক্রবর্তী।
অতনু বাবু বলেন এটা তাদের ডিউটি। তিনি আরো বলেন যে, “তিনি ভারতীয় মজদুর সংঘের একজন সৈনিক। এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা তিনটি মন্ত্রে দীক্ষিত। দেশকে হাত মে করঙ্গে কাম, অর্থাৎ দেশহীত, তারপর সংগঠন হাত অর্থাৎ যে সংস্থায় কাজ করি তাকে রক্ষা করা, তারপর কর্মচারী হাত, অর্থাৎ কর্মচারীদের স্বার্থে লড়াই করতে হবে।“
অতনু চক্রবর্তী পোষ্টাল বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাধক্ষ্যের দায়িত্বে আছেন।