খারাপ আবহাওয়ার জন্য পিছল মমতার উত্তরবঙ্গ সফর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। তাই উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রশাসনের সঙ্গে নির্ধারিত বৈঠক এক সপ্তাহ পিছিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছেন না। ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিনি প্রশাসনিক বৈঠকগুলি করবেন বলে নবান্নের তরফে রবিবার জানানো হয়েছে।
করোনা আবহের মধ্যে দীর্ঘ ছয় মাস মুখ্যমন্ত্রী আসতে পারেননি উত্তরবঙ্গে। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে থমকে থাকা বিভিন্ন উন্নয়নের হালহাকিকৎধ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী করোনার পরিস্থিতির মধ্যেই উত্তরবঙ্গে আসছেন।
এ বারের শিলিগুড়ি সফর দিয়েই নতুন করে তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা ছিল। এই দফায় ডিসেম্বরের মধ্যেই রাজ্যের নানা প্রান্তে পৌঁছে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক সেরে নিতে চাইছিলেন তিনি।
উত্তর বঙ্গোপসাগরে নিন্মচাপের জেরে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। রবিবার এবং আজ, সোমবার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর সোমবার বিকেলেই কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
প্রতিকূল আবহাওয়ার কারণে সে পরিকল্পনা বাতিল করা হল। মমতার শিলিগুড়ি সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। মঙ্গলবার উত্তরবঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়। দার্জিলিং ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা।
অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বুধবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার থেকে বুধবার পর্যন্ত এই প্রবল বৃষ্টির জেরে উত্তরের নদীর জলস্তর বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় রাস্তায় ধস নামার সম্ভাবনা রয়েছে। তাই অনুমান করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর পিছিয়ে গেল।
২১ সেপ্টেম্বর বাগডোগরায় নেমে সোজা উত্তরকন্যায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। ২২ ও ২৩ তারিখ সেখানেই ৫টি জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। জেলা স্তরের আধিকারিকরা ছাড়াও মহকুমা এবং ব্লক স্তরের কর্তাদেরও প্রয়োজন অনুসারে বৈঠকে থাকতে হতে পারে বলে জানা গিয়েছিল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/agriculture-bill-passed-in-rajya-sabha-opposition-protest/
বিধায়কদেরও ডাকা হতে পারে বলে খবর ছিল। সে সব বিষয় অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ বৈঠক কোথায় হবে বা কাদের নিয়ে হবে, তাতে কোনও পরিবর্তন হচ্ছে না। শুধু বৈঠকের তারিখ এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে।
২২ সেপ্টেম্বরের বদলে ২৯ সেপ্টেম্বর বৈঠক হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে। আর ২৩-এর বলে ৩০-এ বৈঠক হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারকে নিয়ে।
২৯ ও ৩০-এ যে হেতু বৈঠক, সে হেতু আগের রাতেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে নবান্নের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কোন দু’দিন বৈঠক হবে, শুধু সেটুকুই আপাতত জানানো হয়েছে।