মেয়াদি ঋণের উপর ইএমআই স্থগিত, সিদ্ধান্ত এসবিআই-এর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃমেয়াদি ঋণের উপর ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই স্থগিত করার সিদ্ধান্ত নিল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত এসবিআই। একই পথে হাঁটল এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।
করোনা ভাইরাসের মোকাবিলায় আমজনতা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বস্তি দিতে গত সপ্তাহেই আরবিআই বড়সড় ঘোষণা করেছিল। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে গৃহ ঋণের মতো মেয়াদি ধারের কিস্তি আপাতত তিন মাস স্থগিত রাখার অনুমতি দিয়েছিল আরবিআই।
অনুমোদন পেয়েই এদিন এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা, যাঁরা এই সুবিধা নিতে চাইবেন, তাঁদের শুধু একটি মেইল করতে হবে।
আরও পড়ুনঃ #Lockdown ত্রৈমাসিকের জন্য কমলো পিপিএফে সুদের হার
কোথায় মেইল করতে হবে, সেবিষয়ে এসবিআই জানিয়েছে, সার্কেল ভিত্তিক মেইল আইডি এসবিআই–এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যেখান থেকে ঋণ নিয়েছিলেন গ্রাহকেরা, তার ওপর নির্ভর করবে কোন সার্কেলের মেইল আইডি।
এসবিআইয়ের ওয়েবসাইট থেকে সেই মেইল খুঁজে একটি মেইল করলেই এই সুবিধা পাবেন গ্রাহকেরা। আর যাঁরা এই সুবিধা চাইছেন না, তাঁরা সাধারণ নিয়মেই ঋণ শোধ করবেন।
আর এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইটে অপশন রয়েছে, গ্রাহকেরা এই সুবিধা ব্যবহার করতে চান কিনা। যাঁরা চান, তাঁদের শুধু একটি ফর্ম ফিলাপ করতে হবে।
সেই ফর্মে লোন অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য তথ্যগুলি দিলেই তাঁরা এই সুবিধা পাবেন।