যত্রতত্র পড়ে পিপিই কিট, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে সরব রোগীর পরিজনেরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে যত্রতত্র ব্যবহৃত পিপিই কিট। মানুষ শেষ সম্বল টুকুর পরোয়া না করে নিজের জীবন বাঁচাতে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। আর সেখানে যদি এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, তাহলে মানুষ কোথায় যাবেন? প্রশ্ন তুলছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের লোকজন।

বসিরহাট স্বাস্থ্য জেলার সুপার স্পেশালিটি হাসাপাতালের বাউন্ডারির মধ্য যত্রতত্র পিপিইকিট পরে রয়েছে। কোথাও গাড়ির পার্কিংয়ের পাশে আবার কোথাও যাত্রী নিবাস বা প্রতীক্ষালয়ের সামনে। স্বাস্থ্যবিধি অমান্য করে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ হাসপাতাল চত্বরে করোনা বিধি ভাঙার ছবি ধরা পড়ছে।

“পোস্ট পোল এবং প্রি পোল সবসময় দিল্লি সফর করেন, উনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র”-রাজ্যপালকে কটাক্ষ রথীন ঘোষ

এই স্বাস্থ্য জেলার উপরে প্রায় ২৫ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পেতে নির্ভরশীল, একদিকে যেমন করোনা মহামারীর জন্য লাইন দিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। অন্যদিকে আরো বিভিন্ন রকম চিকিৎসার জন্য মানুষ আসছে বহু দূরদূরান্ত থেকে। সেখানেই এই ধরনের অস্বাস্থ্য পরিবেশে কী আশা করবে এই মানুষগুলো? যেখানে এধরনের পিপিইকিট পড়ে থাকতে দেখা যাচ্ছে সেখানেই মানুষ বড় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে।

চিকিৎসাধীন রোগীর আত্মীয় শ্যামল প্রামাণিক ও সরাফত আলী সরদার বলেন,আমরা এখানে করোনা টিকা ও স্বাস্থ্য পরিষেবা নিতে এসেছি। রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখে বিস্মিত।

সম্পর্কিত পোস্ট