Pradhan Mantri awas Yojana 2022 : পরিসংখ্যান পেশ করে কেন্দ্রকে বঞ্চনার জবাব পঞ্চায়েত মন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস ( Pradhan Mantri awas Yojana 2022) এরাজ্যের অগ্রগতি মন্থর বলে কেন্দ্রীয় সরকারের ( Central Govt ) সমালোচনা রাজ্য খন্ডন করছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় (Pulak Roy) পাল্টা পরিসংখ্যান পেশ করে দাবি করেন আবাস যোজনা প্রকল্প রূপায়ণে এরাজ্য গোটা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে।

তিনি বলেন, রাজ্যে আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রাজ্যে পশ্চিমবঙ্গের তুলনায় পৌনে সাত লক্ষ বাড়ি কম তৈরি হয়েছে ।মুখ্যমন্ত্রী নিজে প্রকল্পের অগ্রগতি নিয়মিত নজরে রাখেন। এই তথ্য জানার পরেও কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা দুর্ভাগ্যজনক।

Arsenic :আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগণা জেলায় শুদ্ধ পানীয় জল পৌঁছাতে নয়া প্রকল্প

Pradhan Mantri awas Yojana 2022 পঞ্চায়েত দফতরের দাবি,

  • প্রায় ৩৪ লক্ষ ৬৬ হাজার গ্রামীণ পরিবারকে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল।
  • তার মধ্যে ৯২ শতাংশের বেশি প্রায় ৩২ লক্ষ ৮ হাজার বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে।
  • এ ছাড়া ২১ হাজার ৮১৮টি ভূমিহীন পরিবারকেও জমি সহ বাড়ির অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
  • আরও প্রায় ৫৬ লক্ষ ৮৬ হাজার পরিবার বাড়ি পাওয়ার জন্য নথিভুক্ত হয়েছেন।
  • তার মধ্যে প্রায় ৩৮ লক্ষ ৯৫ হাজার আবেদনের যথার্থতা অনুসন্ধান করে জানানো হয়েছে কেন্দ্রকে।
  • কিন্তু তার পরেও কেন্দ্র ২০২১-২২ অর্থবর্ষে একটিও বাড়ি তৈরির অনুমোদন দেয়নি।
  • অথচ অন্য ২৪টি রাজ্য অনুমোদন পেয়েছে।

সম্পর্কিত পোস্ট