কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে প্রণব পরিবার!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের জুলাই মাসেই কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখ্যোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখ্যোপাধ্যায়। এবার কংগ্রেসের সঙ্গে দুরত্ব নিয়ে মুখ খুললেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখ্যোপাধ্যায়৷

আপাতত সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখছেন। এমনটাই ট্যুইট করে জানিয়েছেন প্রণব কন্যা৷ তবে কী প্রয়াত প্রণব মুখ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে এখানেই কংগ্রেসের সম্পর্কের অবসান ঘটতে চলেছে?

একটি ট্যুইটে শর্মিষ্ঠা মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন। একজন কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসাবে কাজ করতে চান। একাধিক পথ অবলম্বন করে দেশের সেবা করা যায় বলে জানিয়েছেন তিনি। এমনকি তিনি আরও জানিয়েছেন, রাজনীতি থেকে দূরে থেকেই অন্যান্য কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

ওমান ‘ইয়াস’-র ক্ষত উস্কে শক্তি বাড়িয়ে এগোচ্ছে পাকিস্তানি ‘গুলাব’, কেন এমন নামকরণ?

২০১৪ সালে কংগ্রেসে যোগদানের পর ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী হন তিনি। কিন্তু আম আদমি পার্টির হাওয়ায় পরাজিত হন তিনি। ২০১৯ সালে কংগ্রেসের মুখপাত্র হিসাবে নিয়োজিত হন। কিন্তু দলের সঙ্গে দুরত্ব যেন ক্রমাগত বেড়েই চলেছিল। ২০২০ সালে দিল্লি মহিলা কংগ্রেসের পদ ছাড়েন৷

অভিজিৎ মুখ্যোপাধ্যায়ের পর অগাস্টেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রয়াত প্রণব মুখ্যোপাধ্যায়ের নিকটাত্মীয় শুভ্রা ঘোষ।

যদিও রাজনীতি থেকে দূরে থেকেই অন্যভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রণব কন্যা। পুরানো দিনের মতো নৃত্য এবং কলার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট