প্রণব পুত্রের টুইট ডিলিট, জোড়ালো হচ্ছে দলবদলের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত সপ্তাহে অভিজিৎ মুখ্যোপাধ্যায়ের নওদার বাড়িতে উপস্থিত হন মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান এবং মন্ত্রী আখরুজ্জামান।
এছাড়াও ছিলেন বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব সহ একাধিক নেতৃত্ব। এদিন অভিজিৎ মুখ্যোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু সময় ধরে বৈঠক হয়। যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলছেন উভয় পক্ষই। সেখান থেকেই শুরু হয় তাঁর তৃণমূল যোগের জল্পনা। সম্প্রতি অভিজিৎ মুখ্যোপাধ্যায়ের একটি টুইট ডিলিট সেই জল্পনার পালে আরও হাওয়া জুগিয়েছে।

বৈঠকের পর অভিজিৎ মুখ্যোপাধ্যায় জানিয়েছিলেন আবু তাহেরের ফোন করে তাঁর কাছে চায়ের প্রস্তাব রাখেন। তাঁর বাড়িতে বেশ কিছু সময় ধরে আড্ডা চলে। সকলের সঙ্গেই সুসম্পর্ক থাকার কারণে এই বৈঠক হয়েছে বলে দাবী করেন তিনি।

শুক্রবার এই বিষয়ে তিনি টুইটারে লিখেছিলেন, “আমি এবিষয়ে কাউকে কিছু বলিনি”। এই টুইটকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর৷ অনেকেই বলছেন, রাজ্য রাজনীতিতে দলবদল করে বড় চমক আনতে চলেছেন প্রাক্তন সাংসদ৷

২০১৪ সালে প্রণব মুখ্যোপাধ্যায়ের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে টিকিট পেয়ে জয়লাভ করেন। ২০১৯ এ দল ফের তাঁকে প্রার্থী করলেও জয়লাভ লরতে পারেননি।

সম্প্রতি বিধানসভা নির্বাচিনে মুর্শিদাবাদ এবং মালদহে কংগ্রেসের ভরাডুবি নিয়ে সমালোচনা করে জল্পনা বাড়িয়ে দেন প্রণব পুত্র। রাজ্যজুড়ে দলবদলের হিড়িকে শুক্রবারে তাঁর টুইটের পর তা ডিলিট নিয়ে জল্পনা বেড়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষেকদের মতে, বিধানসভা নির্বাচনে রাজ্যে ধরাশায়ী কংগ্রেস। তা নিয়ে নীচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরী হয়েছে। একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি ও অন্যদিকে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মতানৈক্য প্রকাশ্যে চলে আসে। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে মান্নান অনুরোধ জানান, প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার জন্য।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিজিৎ মুখোপাধ্যায়ের দলবদলের সম্ভাবনা যদি বাস্তবে পরিণত হয়, তাহলে নিঃসন্দেহে তা কংগ্রেসের পক্ষে বিরাট বড় ক্ষতি। এরপর বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা।

সম্পর্কিত পোস্ট