নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরেই পুরানো টুইটের কথা মনে করিয়ে দিলেন প্রশান্ত কিশোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার নিজের পুরানো টুইটের কথা উল্লেখ করে বিজেপিকে কটাক্ষ করলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর।

ডিসেম্বরেই বিজেপির দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশান্ত কিশোর বলেন, ২০২১ এর নির্বাচনে দুই অঙ্ক পার করতে পারবে না বিজেপি। পাশাপাশি তিনি এও বলেন, আমার টুইট সেভ করে রাখুন। বিজেপির ফল ভালো হলে জায়গা দেবেন বলে জানান তিনি।

শনিবার টুইট করে ফের প্রশান্ত কিশোর বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে শামিল হতে প্রস্তুত রাজ্যের মানুষ। এদিন ২ মে টুইটের কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি।

 

প্রশান্ত কিশোরের সাফ মন্তব্য, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতায় ফিরিয়ে আনতে চলেছে মানুষ। ২ মে এর প্রতিফলন দেখা যাবে বলে দাবী করেন তিনি।

নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের মুখে শোনা যাচ্ছে, ‘ইস বার দু’শো পার’। শুভেন্দু থেকে রাজীব এমনকি অমিত শাহকেও এই কথা বলতে শোনা যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন এবার দুই অঙ্ক পার করতে পারবে না বিজেপি। যা ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্বের জের, সরিয়ে দেওয়া হল পুর্ব বর্ধমান বিজেপির জেলা সভাপতিকে

শুক্রবার নির্বাচনী নির্ঘন্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৭ তারিখ থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। চলবে ২৯ মে অবধি। ২ মে ফল ঘোষণা। কার হাতে থাকবে নবান্নের রাশ? যা ঘিরে শুরু হয়েছে জল্পনা।

 

নীলবাড়ি দখলের লড়াইয়ে যুযুধান বিজেপি-তৃণমূল। জোরকদমে শুরু হয়েছে প্রচার। তৃতীয় বিকল্প হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেস এবং আইএসএফের জোটের নাম। রবিবার ব্রিগেডের সভার মাধ্যমেই নির্বাচনী লড়াইয়ের হুঁশিয়ারি দিতে চলেছে তাঁরা। লড়াইয়ে নেমেছে আসাদুদ্দিন ওয়েইসির মিমও।

সব মিলিয়ে, সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজনৈতিক চড়াই উতরাইয়ে টিকে থাকবেন কারা? প্রশ্ন রাজনৈতিক মহলে।

সম্পর্কিত পোস্ট